• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুঠোফোনে গৃহবধূকে ইভটিজিং, বখাটের অর্থদণ্ড

  বরিশাল প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০১

বরিশালের বানারীপাড়া উপজেলায় মোবাইল গৃহবধূকে ইভটিজিং করার অভিযোগে এক বখাটেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বখাটের নাম মাসুদ রানা (২৪)।

রবিবার (৯ ফেব্রুযারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বখাটে মাসুদ রানাকে এ অর্থদণ্ড দেন। এ সময় ওই যুবকের মুচলেকা নেওয়া হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত মাসুদ রানা পাবনার ইশ্বরদী উপজেলার জয়নগর এলাকার বিলাস খানের ছেলে।

আরও পড়ুন: মাদরাসার মাঠে ঠিকাদারের নির্মাণ সামগ্রী, দুর্ভোগে পরীক্ষার্থীরা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার বালুর ড্রেজার শ্রমিক সোহেলের স্ত্রীকে ইভটিজিং করে আসছে। এরই ধারাবাহিকতায় মাসুদ রবিবার সকালে গৃহবধূর বাড়িতে গিয়ে হাজির হয়। এ সময় সোহেলের বাড়ির লোকজন ওই যুবককে আটক করে প্রথমে থানা পুলিশ ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং তার মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড