• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনা থেকে ঝিনাইদহে চুরি করতে এসে অগ্নিদগ্ধ যুবক

  ঝিনাইদহ প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৮
বিদ্যুৎস্পৃষ্ট
আহত ইমরান উদ্দিন (ছবি : দৈনিক অধিকার)

ঝিনাইদহের নতুন জেলখানা এলাকায় ট্রান্সফরমারের তার চুরি করতে গিয়ে ইমরান উদ্দিন (২৭) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে অগ্নিদগ্ধ হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে নতুন জেলখানা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইমরান উদ্দিন পাবনা জেলার ঈশ্বরদী থানার এস এম কলোনির আব্দুস সালামের ছেলে।

জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইমরান উদ্দিন, রুবেল ও হিরা নামে তিন যুবক পাবনার ঈশ্বরদী থেকে ঝিনাইদহে আসে। এরপর শনিবার ভোর ৪টার সময় তারা নতুন জেলখানার সামনে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমারের তার চুরি করতে যায়। সে সময় ইমরান তার ধরে ছিল এবং বাকিরা নাট খুলছিল। তখন হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরানের শরীরের একাংশ পুড়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা রুবেল ও হিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন : করোনা ভাইরাস : ২৫ ফ্লাইটের সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত

ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুজ্জামান আজাদ জানান, তার কোমরের নিচের অংশসহ দুটি পায়ের অধিকাংশই পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড