• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা ভাইরাস : ২৫ ফ্লাইটের সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১১
থার্মাল স্ক্যানার
ঢাকার শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের থার্মাল স্ক্যানারের মধ্য দিয়ে যেতে হবে (ছবি : সংগৃহীত)

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণ সংহারক নভেল করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এত দিন শুধু চীন থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হলেও এখন তার পরিসর বৃদ্ধি করা হচ্ছে। বিশ্বের যে কোথাও থেকে ঢাকায় অবতরণ করা প্রত্যেক যাত্রীকে বন্দরে স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন ২৫টি ফ্লাইটে গড়ে সাড়ে ১২ হাজার যাত্রী ঢাকায় আসছে। এর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাত্র ৪টি ফ্লাইটে আসা চীনফেরত ৭শ যাত্রীদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা ও মনিটর করত স্বাস্থ্য বিভাগ। তবে এখন থেকে আগত সকল যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এত দিন চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন, ড্রাগন এয়ার ও ইউএস বাংলায় চীন থেকে আগত প্রত্যেক যাত্রীকে ফ্লাইটের কেবিন ক্রুদের মাধ্যমে মেডিকেল ডিক্লারেশন ফর্ম, স্বাস্থ্য তথ্য কার্ড ও প্যাসেঞ্জার লোকেটর ফরম বিতরণ করত বলে জানিয়েছে বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

বিমানবন্দর সূত্র জানায়, চীন থেকে সরাসরি ৪টি ফ্লাইটে যাত্রী এলেও বর্তমানে প্রত্যেকদিন ১৩টি ফ্লাইটে চীনাসহ বিভিন্ন দেশের নাগরিকরা ঢাকায় আসছেন। প্রতিবেশী দেশ ভারত, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ফ্লাইটেও চীনা নাগরিকরা বাংলাদেশে আসছেন।

আরও পড়ুন : দেশের মানুষ এখন কাতরাচ্ছে : রিজভী

চীন থেকে ইতোমধ্যে ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৭ জনে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড