• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে ফসল খাওয়া নিয়ে দ্বন্দ্বে নিহত ১

  ঝিনাইদহ প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫১
নিহত
নিহত সবুজ মিয়া (ছবি : দৈনিক অধিকার)

ঝিনাইদহের মুরারীদহ গ্রামে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় সবুজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। আহতরা হলো- ফজলুর রহমানের স্ত্রী আমেনা বেগম, ছোট ছেলে শাকিল ও একই গ্রামের রানা।

জানা যায়, সকালে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার ক্ষেতের ফসল প্রতিবেশী মজিদের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা মীমাংসা হলেও বিকালে পুনরায় মাঠে কাজ করতে যায় সবুজ মিয়া ও তার চাচাতো ভাই রানা। সে সময় মজিদ ও কয়েকজন মিলে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের পেটায় ও কুপিয়ে জখম করে। তখন তাদের চিৎকারে সবুজের ছোট ভাই শাকিল ও মা আমেনা বেগম ছুটে আসলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক সবুজ মিয়াকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে ছাত্র শিবিরের ১৪ নেতাকর্মী আটক

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড