• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাটহাজারীতে আগুনে পুড়ে ছাই বসতঘর

  হাটহাজারী প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩০
চট্টগ্রাম
আগুনে পুড়ে গেছে বসতঘর (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘরসহ সর্বস্ব। এতে নিঃস্ব হয়েছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ মুহরীহাট এলাকার আব্বাছ আলী সওদাগর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আহত হয়েছেন গৃহকর্তা মো. হোসেন। পালিত একটি গরুর কিছু অংশও পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ বাড়ির মরহুম আবুল কাশেমের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আবুল কাশেমের পুরো বসতঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে স্থানীয়রা চেষ্টা চালায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই পরিবারের বসতঘর, হাঁস-মুরগি, নগদ টাকা, ঘরের সকল আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এখন মরহুম আবুল কাশেমের স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

আরও পড়ুন : ভালুকায় ছাত্রদলের মতবিনিময় সভা

এ দিকে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, রাত ২টার দিকে ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে আমাদের ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ঐ পরিবারের আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড