• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে কমিউনিটি ক্লিনিকে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, কমিটি গঠন

  ফেনী প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫
ফেনী
ধর্ষণ চেষ্টা (ছবি : দৈনিক অধিকার)

ফেনীতে কমিউনিটি ক্লিনিকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের চেষ্টা ঘটনায় কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) লুৎফুর রহমানের শাস্তি দাবি করেছে স্থানীয়রা।

সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ডমুরিয়ার ওই কমিউনিটি ক্লিনিক ঘেরাও ও পরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে একটি কক্ষে আটক করে রাখেন স্থানীয়রা।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চার সদস্যের একটি টিম ওই স্থানে গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনা সম্পর্কে তদন্তের জন্য একজন চিকিৎসা কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওই কমিউনিটি ক্লিনিকের পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির একজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

এ সময় অপর এক ছাত্রী ওই অসুস্থ ছাত্রীকে নিয়ে চিকিৎসার জন্য স্থানীয় কমিউনিটি ক্লিনিকে যায়। ক্লিনিকের সিএইচসিপি অসুস্থ ছাত্রীকে দেখে কিছু ওষুধ ও ব্যবস্থাপত্র হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে বলেন ও তার সঙ্গী ছাত্রীকে কথা আছে বলে কৌশলে ক্লিনিকে রেখে দেন।

একপর্যায়ে ওই ছাত্রীকে ক্লিনিকের মধ্যে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রী তখন চিৎকার শুরু করেন। চিৎকার শুনে অসুস্থ ছাত্রীও চিৎকার করে আবার ক্লিনিকের দিকে ছুটে যায়। খবর পেয়ে স্থানীয়রা ক্লিনিক ঘেরাও করে এবং ওই হেলথ প্রোভাইডারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আটক করে রাখেন।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হক ক্লিনিকে ওই ছাত্রী ধর্ষণ চেষ্টা ও হেলথ প্রোভাইডারকে আটক করে রাখার বিষয়টি অবহিত করেন। তিনি পরে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য বলেন।

আরও পড়ুন : মাগুরায় মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

জানতে চাইলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, ঘটনাটি জানার পরই একজন স্বাস্থ্য পরিদর্শকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া একজন চিকিৎসা কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড