• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, চক্রের মূল হোতা গ্রেপ্তার

  রংপুর প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৫
প্রতারক
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের মূল হোতা মো. মাহমুদুল হাসান বেলাল (ছবি : দৈনিক অধিকার)

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র। ভুয়া সিল আর ভুয়া নিয়োগপত্র দেখিয়ে প্রতারণা করে চক্রটি সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। অবশেষে এই চক্রের মূল হোতাকে ধরা পড়তে হয়েছে র‌্যাবের হাতে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুরে বিশেষ অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের মূল হোতা মো. মাহমুদুল হাসান বেলালকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর সৈয়দ ইমরান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার মাহমুদুল হাসান নীলফামারী জেলার জলঢাকা এলাকার তালুক শৌলমারী-সরকারপাড়া এলাকার মো. নূরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৩ থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার মহানগরীর জাহাজ কোম্পানি এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল। ওই অভিযানে প্রতারক চক্রের মূল হোতা মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাহমুদুল হাসান স্বীকার করেছে- বিভিন্ন নিয়োগে সেনাবাহিনীতে ভর্তিচ্ছুদের কাছ থেকে সে দীর্ঘদিন ধরে কয়েকজন সহযোগীসহ ভুয়া নিয়োগপত্রে সিল-স্বাক্ষর প্রদান করে অর্থ হাতিয়ে আসছিল।

আরও পড়ুন : ক্রেতা সেজে চুরি, ধরা খেল চোর চক্রের ৬ নারী

এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড