• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাবেক ইউপি সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

  গোপালগঞ্জ প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২০, ১১:২৪
গোপালগঞ্জ
গোলাগুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে দুই পক্ষের সংঘর্ষের সময় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রনি একই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। এ বছর তার বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয়ারা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ার শেখ বংশ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে শেখ বংশের ও করপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ গুলি করলে রনি হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়।

আরও পড়ুন : ফেনী জেনারেল হাসপাতালে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম। তিনি জানান, এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড