• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মায় নৌ পুলিশের অভিযান, কারেন্ট জালসহ আটক ২

  রাজশাহী প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ২০:১৮
কারেন্ট জাল
জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহীর উপকণ্ঠ হরিপুর-নবগঙ্গায় এলাকা সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। এই অভিযানে ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি নিষিদ্ধ জাল ব্যবহারের দায়ে দুইজনকে আটক করা হয়।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে পদ্মা নদীতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা নৌ পুলিশের ওসি মেহেদী হাসান।

রাজশাহী নৌ পুলিশের ওসি মেহেদী হাসান দৈনিক অধিকারকে জানান, নদীতে সবধরনের মাছ ও জলজ প্রাণীর বংশ বিস্তারে সূক্ষ্ম জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল থেকে নদীতে অভিযানে নামে রাজশাহী নৌ পুলিশ। এ সময় নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে দেখে বুলবুল হোসেন ও মহাদেব বিশ্বাস নামে দুইজনের পিছু নিয়ে তাদের আটক করা হয়। একই সঙ্গে নদী থেকে ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

আরও পড়ুন : কলেজছাত্রীর লাশ ৭ টুকরা, প্রধান আসামির ফাঁসির আদেশ

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ ও রিফতুল ইসলামের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ জাল ব্যবহারের দায়ে আটক দুইজনকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড