• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চোরাই মোটরসাইকেলসহ ধরা পড়ল ৪ চোর

  কিশোরগঞ্জ প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ১৯:৪৬
গ্রেপ্তার
চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার চোর চক্রের চার সদস্য (ছবি : দৈনিক অধিকার)

পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ কিশোরগঞ্জে চোর চক্রের সর্দারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে গত দুই দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- সিলেট জেলার বিশ্বনাথপুর এলাকার টেংরা গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে আব্দুল মতিন (২৫), একই জেলার বাসিন্দা শাকিল (২৯), রুবেল (২৮) ও নূরুল ইসলাম নূরু (৩২)।

সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন জানান, গ্রেপ্তারদের বাড়ি সিলেট জেলায় হলেও গত তিন মাস ধরে তারা কৌশলে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার ভাসানী সড়কে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিল। একই সঙ্গে তারা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে দেশের পৃথক পৃথক জেলায় বিক্রয় করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ৩০ ডিসেম্বর প্রাইম ব্যাংকের সামনে থেকে জহির আলম নামে এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি হয়। পরে তিনি থানায় একটি মামলা করেন। ওই মামলার সূত্র ধরে বিভিন্ন সময় তথ্য-প্রযুক্তির ব্যবহার করে চোরদের সনাক্ত করে পুলিশ। একপর্যায়ে জেলার পাকুন্দিয়া উপজেলার গরু হাটা এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের প্রধান মতিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্ততে অন্যদের গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন : কলেজছাত্রীর লাশ ৭ টুকরা, প্রধান আসামির ফাঁসির আদেশ

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী দৈনিক অধিকারকে জানান, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে প্রথমে একজনকে সনাক্ত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মতিন ও শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের হুমায়ুন চত্বর থেকে চোরাই মোটরসাইকেলসহ রুবেল ও নূরুল ইসলাম নূরুকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড