• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জনস্বাস্থ্যর অফিসে হঠাৎ পরিদর্শন, ৮ জনের ৭ জনই অনুপস্থিত

  লালমনিরহাট প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ১৫:৫১
জনস্বাস্থ্য অফিস
হাতীবান্ধা উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশল অফিস (ছবি : দৈনিক অধিকার)

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশল অফিসে হঠাৎ পরিদর্শনে আসেন নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে ওই অফিসে এসে দেখেন আটজন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সাতজনই অনুপস্থিত।

জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশল অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে কয়েক দিন ধরে বিভিন্ন গণ্য মাধ্যমে সংবাদ প্রকাশ হয়ে আসছে। প্রকাশিত সংবাদের আলোকে তদন্ত করতে রবিবার সকালে হাতীবান্ধা অফিসে হঠাৎ পরিদর্শনে আসেন জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন। তিনি সকাল ৯টা ১৫ মিনিটে অফিসে এসে দেখতে পান পিয়ন অনিল চন্দ্র কেবল অফিস খুলছেন। সকাল পৌনে ১০টার মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করলেও আটজন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কোনো কর্মকর্তা-কর্মচারী অফিসে আসেননি। তিনি যখন চলে যাবেন ঠিক তখন আজমিরা রহমান ও কদম আলী নামে দুইজন কর্মচারী অফিসে আসনে।

আরও পড়ুন : নরসিংদীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাট জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, হাতীবান্ধা অফিসে নানা সমস্যা রয়েছে। ইতোমধ্যে ওই অফিসের প্রধান উপসহকারী প্রকৌশলী প্রকাশ কান্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড