• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

উলিপুরে অধ্যক্ষের নির্দেশে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ

  কুড়িগ্রাম প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২০, ১৯:৩৫
অধ্যক্ষ
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহেরের বিরুদ্ধে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষককে বহিরাগত সন্ত্রাসী দিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এছাড়াও অন্যান্য শিক্ষকদের হুমকি-ধমকি প্রদান করায় নিরাপত্তার অভাবে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই কলেজের সকল শিক্ষকগণ।

এ ঘটনায় সোমবার (২০ জানুয়ারি) শিক্ষকগণ কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে জবানবন্দি প্রদান করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ আবু তাহের মহান বিজয় দিবসে জুতা পায়ে ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। জুতা পায়ে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ওই অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

পরে অধ্যক্ষ বাদী হয়ে এলাকাবাসীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় কলেজের শিক্ষকগণকে দায়ী করে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন অধ্যক্ষ আবু তাহের এবং তাদের শারীরিকভাবে লাঞ্ছনাসহ প্রাণনাশের ষড়যন্ত্র করছেন বলে দাবি করা হয়।

এরই প্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আসাদুল হাবিব আরিফকে অফিস চলাকালীন কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে বহিরাগত জনৈক আব্দুর রউফ লাঞ্ছিত করেন। পরে শিক্ষকরা জানতে পারেন অধ্যক্ষ আবু তাহেরের মোবাইল ফোনের নির্দেশনার এই লাঞ্ছিতের ঘটনা ঘটে। যার অডিও রেকর্ড শিক্ষকদের কাছে রয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়াও আরেকটি অডিও বার্তায় কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার পালকে শারীরিকভাবে আক্রমণের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। ওই ঘটনা উল্লেখ করে কলেজে কর্মরত ১০ জন শিক্ষক ওই অধ্যক্ষের বিরুদ্ধে উলিপুর থানায় ডায়েরি করেন।

এ বিষয়ে উলিপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আসাদুল হাবিব আরিফ বলেন, ১৪ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে জনৈক আব্দুর রউফ ক্যাম্পাসের ভেতরে ঢুকে কোনো কারণ ছাড়াই আমাকে লাঞ্ছিত করেন। পরবর্তীতে জানতে পারি অধ্যক্ষ মোবাইল ফোনে এ নির্দেশনা দিয়েছেন। যার অডিও বার্তা সংরক্ষিত রয়েছে।

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার পাল জানান, জিডির ঘটনায় সোমবার পুলিশ সুপার কুড়িগ্রাম কার্যালয়ে আমাদের ডেকে পাঠানো হয়েছিল। আমরা সেখানে ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছি। ওই ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নোটিশ করা হলেও তিনি আজ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হননি।

উলিপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু তাহেরের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন : মাদক নির্মূলে ভূমিকা রাখতেই পুলিশে যোগ দিয়েছি : এসপি

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম অধ্যক্ষের বিরুদ্ধে জিডির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা তদন্তের অনুমতির জন্য জিডির কপি আদালতে প্রেরণ করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড