• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুঠোফোনের জন্য স্কুলছাত্রের আত্মহত্যা

  নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি ২০২০, ১৫:৫৮
আত্মহত্যা
মুঠোফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমানে আত্মহত্যা করে ওই স্কুলছাত্র (ছবি : প্রতীকী)

মুঠোফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে কুড়িগ্রামে আপন মিয়া (১১) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গোরকমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আপন মিয়া ওই গ্রামের আইনুল ইসলামের ছেলে ও গোরকমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে আপন বাবা-মায়ের কাছে নতুন মুঠোফোনের বায়না করে। আপনের বাবা পেশায় একজন অটোরিকশা চালক। ফলে তাৎক্ষণিক মুঠোফোন কিনে দেওয়ার সামর্থ্য না থাকায় তিনি ছেলেকে কিছুদিন পর মুঠোফোন কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ দিকে, প্রতিশ্রুতি দেওয়ার পর কিছুদিন অতিবাহিত হয়ে গেলেও মুঠোফোন কিনে দিতে বিলম্ব হতে থাকায় অভিমান করে রবিবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে আপন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, আপনকে ফাঁসিতে ঝুলতে দেখে তার মা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনেন। কিন্তু এর আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে আপন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন : মৌলভীবাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ। পাশাপাশি ঘটনার দিন রাতেই বিষয়টিতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ দিকে, নিজের একমাত্র ছেলেকে হারিয়ে শোকে নির্বাক আপনের বাবা-মা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড