• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

অপহরণের পর শিকলে বেঁধে নির্যাতন, আওয়ামী লীগ নেতা আটক

  নড়াইল প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২০, ১২:৩৪
নড়াইল
ডানে নির্যাতনের শিকার সালাউদ্দিন গাজী, বামে আওয়ামী লীগ নেতা (ছবি : দৈনিক অধিকার)

অপহরণের পরে শিকলে বেঁধে ৪৯ দিন নির্যাতনের শিকার সালাউদ্দিন গাজী (২৮) নামে এক শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ জানুয়ারি) রাতে নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল এলাকার এসএমবি ইটভাটা থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩০ নভেম্বর বরিশালের মুলাদী থেকে র‌্যাব পরিচয়ে সালাউদ্দিনকে অপহরণ করে এনে সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামের ইটভাটায় শিকলে বেঁধে নির্যাতন চালাত চেয়ারম্যান ও তার সহযোগীরা। সালাউদ্দিনের শ্বশুরের কাছে ইটভাটার মালিকের পাওনা টাকাকে কেন্দ্র করে সালাউদ্দিনের ওপর নির্যাতন চালানো হতো বলে পুলিশ জানায়।

গোপন খবর পেয়ে এএসপি রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ রবিবার রাত ৯টার দিকে ওই ভাটায় অভিযান চালিয়ে শ্রমিক সালাউদ্দিনকে উদ্ধার করে। পরে পুলিশ এ ঘটনায় কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামকে আটক করেছে।

আরও পড়ুন : আজ সারিয়াকান্দিতে চিরনিদ্রায় শায়িত হবেন এমপি মান্নান

নির্যাতনের শিকার শ্রমিকের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা বাজার এলাকায়। কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মল্লিকসহ ৮ জনকে আসামি করে রবিবার রাতে শ্রমিকের বাবা দেলবার হোসেন মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৮। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড