• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

  কক্সবাজার প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২০, ০২:৪৩
গ্রেপ্তার
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার ছয়জন আসামিসহ পরোয়ানাভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় পৌর শহরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক মামলার আসামিরা হলো- রামু থানার মুরাপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে মো. রুবেল, মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের রশিদনগর এলাকার মৃত এলাহাদাত ফকিরের ছেলে মো. শাহজাহান, একই থানার কালারমারছড়া-নুনাছড়ি এলাকার মো. ফজল করিমের ছেলে মো. নুরুল আবছার, কক্সবাজার সদর থানাধীন সিটি কলেজ এলাকার আবুল কাশেমের ছেলে জসিম উদ্দিন, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার রামচন্দ্রপুর এলাকার আব্দুল হকের ছেলে মো. আলমগীর হোসেন এবং রামু থানার থোয়াইগ্যা কাটাপাইন বাগান এলাকার মৃত আলী হোসেনের ছেলে মো. সেলিম।

অপরদিকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিরা হলো- কক্সবাজার সদর থানার গাজীর ডেইল খুরুশকুল এলাকার গুরা মিয়ার ছেলে মো. সোহেল, গুরা মিয়ার স্ত্রী মরিয়ম ও কক্সবাজার সদর থানার পশ্চিম কুতুবদিয়া পাড়া এলাকার জুনাব আলীর ছেলে শফি আলম।

গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির দৈনিক অধিকারকে জানান, বিভিন্ন মামলায় গ্রেপ্তারের পর ওই নয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : জীবন বাঁচাতে নদী সাঁতরে থানায় গৃহবধূ

ওসি বলেন, এলাকার সাধারণ মানুষসহ পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে মামলায় অভিযুক্ত ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড