• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রনজিতের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘রাজ কাঁকড়া’

  আনোয়ারা প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২০, ১০:০৩
চট্টগ্রামের আনোয়ারা
রাজ কাঁকড়া (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের আনোয়ারার জুঁইদন্ডি উপকূলের জেলে রনজিত বিশ্বাসের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির দুই রাজ কাঁকড়া।

শনিবার (১১ জানুয়ারি) তার জালে আটকা পড়ে বিরল প্রজাতির দুই কাঁকড়া। আশপাশের মানুষ চিহ্নিত করে এটি রাজ কাঁকড়া, দাম কয়েক লাখ টাকা।

স্থানীয় জেলেদের মধ্যে প্রচার রয়েছে একেকটি রাজ কাঁকড়ার দাম কয়েক লাখ টাকা। ধরা পড়া রাজ কাঁকড়া দুটির গড় ওজন ৩শ গ্রাম বলে জানিয়েছেন রনজিত বিশ্বাস।

গবেষকদের মতে, রাজ কাঁকড়া প্রকৃতপক্ষে কাঁকড়া নয়। কাঁকড়ার সাথে সাদৃশ্যযুক্ত সামুদ্রিক অ্যারাকনিড। প্রাগৈতিহাসিক এই প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। যা প্রায় ৫৫ কোটি বছর পূর্বে ট্রাইলোবাইট থেকে উৎপত্তি লাভ করেছে। এদের রোগ-প্রতিরোধ ক্ষমতা উন্নত হওয়ায় অঙ্গসংস্থানিক পরিবর্তন ছাড়াই এরা পৃথিবীতে টিকে আছে।

আরও পড়ুন : আনোয়ারায় বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, এটি বিরল প্রজাতির প্রাণী। তবে তক্ষকের মতো করেই একটি গুজব ছড়ানো হচ্ছে। যে কারণে বেশি মূল্য পাওয়ার আশায় যে যেখানে পারছে রাজ কাঁকড়া ধরছে। এতে এটি আরও বিরল হয়ে যাচ্ছে। বাস্তবে এটি সেরকমের দামি কিছু নয়। আর যেভাবে এটি সংরক্ষণ করতে হয় সে ধরনের কোনো প্রযুক্তিও আমাদের দেশে নেই। রাজ কাঁকড়াকে ব্লু ব্লাড বলা হয়।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড