• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

খিরামে কোনো কাঁচা রাস্তা থাকবে না : ইউপি চেয়ারম্যান

  ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম

০৯ জানুয়ারি ২০২০, ১৯:১২
সড়ক উন্নয়ন
সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন ( ছবি : দৈনিক অধিকার )

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে কোনো কাঁচা রাস্তা থাকবে না বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসাইন সৌরভ।

বুধবার (৮ জানুয়ারি) বিকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ইউপি চেয়ারম্যান সোহরাব বলেন, আমার স্বপ্ন দীর্ঘদিনের অবহেলিত খিরাম ইউনিয়নকে একটি মডেল জনপদে রূপান্তরিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এগোতে চাই।

খিরামে কোনো কাঁচা রাস্তা থাকবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি সড়কের কাজ শুরু হয়েছে, যা এখনো চলমান। যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে শিগগির অন্য সব সড়কের উন্নয়ন কাজও শুরু করা হবে।

আরও পড়ুন: জিন আছরের নামে শিশুকে রাতভর আগুনের ছেঁকা

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আব্দুস শুক্কুর, নাঈম উদ্দীন, সংরক্ষিত নারী ইউপি সদস্য সাবেকুন নাহার শিমুলসহ আরও অনেকে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড