• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষকের বাড়ির পেছনের জঙ্গলে চিতাবাঘের শাবক

  নেত্রকোণা প্রতিনিধি

০৭ জানুয়ারি ২০২০, ১৬:৩৩
উদ্ধার
উদ্ধার হওয়া চিতাবাঘের শাবক (ছবি : দৈনিক অধিকার)

নেত্রকোণায় এক কৃষকের বাড়ির পেছনের জঙ্গল থেকে একটি চিতাবাঘেরে শাবক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের কৃষক আব্দুল মালেকের বাড়ির পার্শ্ববর্তী জঙ্গল থেকে ওই শাবকটি উদ্ধার করে এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার সঙ্গে কথা হলে তিনি জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা কৃষক আব্দুল মালেকের বাড়ির পেছনের নির্জন জঙ্গলের কাঁঠাল গাছে একটি চিতাবাঘের শাবক দেখতে পায়। পরে এলাকার লোকজন ওই শাবকটিকে ধরতে গেলে সেটি জঙ্গলের পাশের মঙ্গলেশ্বরী নদীতে পড়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন কৌশলে ওই চিতাবাঘের শাবকটিকে উদ্ধার করা হয়।

এ দিকে, খবর পেয়ে দুপুরে ইউএনও সোহেল রানার নির্দেশে চিতাবাঘের শাবকটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন : ময়মনসিংহে চাঁদাবাজির মামলায় চেয়ারম্যান গ্রেফতার

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘চিতাবাঘের শাবকটিকে জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড