• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আনোয়ারায় সিএনজিযোগে মাদক পাচারকালে পুলিশের হাতে ধরা

  আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম

০৬ জানুয়ারি ২০২০, ১৬:৩৫
আটক
বিদেশি মদসহ আটক মাদক কারবারি মো. তৈয়ব (ছবি : দৈনিক অধিকার)

সিএনজিযোগে মাদক পাচারকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মো. তৈয়ব (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তৈয়ব একই এলাকার ২ নম্বর ওয়ার্ডের দুধকুমড়া গ্রামের লেদু মিয়ার ছেলে।

আনোয়ারা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে থানার উপপুলিশ পরিদর্শক সুফল চন্দ্র ও সহকারী উপপুলিশ পরিদর্শক রেজাউল করিম মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার ভোররাতে দক্ষিণ বারশত এলাকার নুরুল ইসলামের চায়ের দোকানের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহভাজন একটি সিএনজিকে থামার সঙ্কেত দেওয়া হয়। এ সময় দুধকুমড়া এলাকার মো. মনুর ছেলে মো. তৈয়ব-২ (২৮) ও নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (৩৮) পালিয়ে গেলেও তৈয়বকে আটক করে পুলিশ।

পরবর্তীকালে ওই সিএনজিতে তল্লাশি চালিয়ে ৮২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ ও সিএনজির আনুমানিক মূল্য ৮ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, এ ঘটনায় আনোয়ারা থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা দায়েরর পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : দুষ্টুমি ছাড়াতে ছেলের পায়ে শিকল বাঁধল বাবা-মা!

এ দিকে, আনোয়ারায় মাদক কারবারের গডফাদারদের আটক না করে একের পর এক খুচরা কারবারিদের আটকের ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন- শুধু খুচরা বিক্রেতাদের গ্রেফতার করা হলেও মাদকের গডফাদাররা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এদের গ্রেফতার করা হলে মাদক কারবার বন্ধ করা সম্ভব।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড