• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা

  চুয়াডাঙ্গায় প্রতিনিধি

০৬ জানুয়ারি ২০২০, ১৫:৫০
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত টিম (ছবি : দৈনিক অধিকার)

নবম শ্রেণির স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। একই সঙ্গে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় তার বাবাকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার এরশাদপুর একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে একই উপজেলার রংপুর গ্রামের রনির (২০) সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। দুপুর ১২টার দিকে প্রশাসনের লোকজন এলে বরের বাড়ির লোকজন পালিয়ে যায়।

আরও পড়ুন: দেবহাটায় তিন পাখি শিকারির কারাদণ্ড

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন জানান- গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহটি বন্ধ করা হয়েছে। পরে উভয় পক্ষের অভিভাবকরা কিশোরীর বিয়ের বয়স ১৮ না হওয়ার আগে বিয়ে দিবে না বলে মুচলেকা প্রদান করে। এছাড়া বাল্যবিবাহ আইনে কনের বাবাকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানায় এই কর্মকর্তা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড