• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেয়েকে ন্যাড়া করে দেওয়ায় মা-ফুফু গ্রেফতার

  বগুড়া প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২০, ২১:০৫
শাজাহানপুর থানা
শাজাহানপুর থানা ভবন ( ছবি : সংগৃহীত )

বগুড়ার শাজাহানপুরে মেয়ের (১৭) মাথা ন্যাড়া করে দেওয়া মামলায় মা ও ফুফুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) বিকালে ওই মেয়ের মা ও ফুফুকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১ জানুয়ারি দুপুরে উপজেলার খোট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই মেয়ে বগুড়ার একটি প্রাইভেট স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে গত ৩১ ডিসেম্বর তাকে তার ফুফাতো বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন তার মা। কিন্তু বিয়ে রাজি না হওয়ায় ঘরের খাটের সঙ্গে শেকল দিয়ে বেঁধে তাকে ন্যাড়া করে দেওয়া হয়।

এর আগেও তার মা তাকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন থেকেই সে বাড়ি ছেড়ে তার ফুফাতো বোনের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে নিজ বাড়িতে এনে তার মা তাকে ন্যাড়া করে দেয়।

তবে প্রতিবেশীরা জানিয়েছে, ওই ছাত্রী তার বাবা-ময়ের অবাধ্য সন্তান। পরিবারের মান-সম্মান ক্ষুণ্ণ করে আসছিল। তাই পরিবারের মান-সম্মান রক্ষায় তাকে বিয়ে দিতে উদ্যোগ নেয় পরিবার। কিন্তু পরিবারের কথা না শোনায় তাকে ন্যাড়া করে দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক জানান, স্কুল ছাত্রীর মাথা ন্যাড়া করার মামলায় ৫ আসামির মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন: লোমহর্ষক তথ্য দিল আরিফ হত্যা মামলার আসামিরা

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মেয়ের দায়েরকৃত মামলায় মা ও ফুফুকে গ্রেফতার করা হয়েছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড