• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএল খেলতে চায় ৪০০ বিদেশি ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১৫:৫৭
বিপিএল
ছবি: সংগৃহীত

চলতি বছর মাঠে গড়াচ্ছে বিপিএলের সপ্তম আসর। সম্পূর্ণ নতুন নিয়মের এ বিশেষ বিপিএল ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। ফলে সঠিক সময়ে বিপিএল হওয়া নিয়ে জেগেছে সংশয়। তবে দেরিতে হলেও এবার মাঠে নেমেছে বিপিএল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে বিসিবি কার্যালয়ে বিপিএল নিয়ে আগ্রহী পৃষ্ঠপোষকদের সঙ্গে আলোচনায় বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। আলোচনা শেষে সংবাদমাধ্যমে কথা বলেন বিসিবি পরিচালক মাহবুব আনাম।

মাহবুব আনাম জানান, এবারের বিপিএলে খেলতে আগ্রহ প্রকাশ করেছে প্রায় ৪০০ বিদেশি ক্রিকেটার। তিনি বলেন, ‘ড্রাফটে আমরা বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করছি। এরই মধ্যে চারশর কাছাকাছি বিদেশি খেলোয়াড় আসন্ন বিপিএল ড্রাফটের জন্য আগ্রহ প্রকাশ করেছে।’

এছাড়া এবারের বিপিএলে বেশকিছু নতুন নিয়ম অন্তর্ভুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার মধ্যে গতিময় বিদেশি পেসার খেলানো বাধ্যতামূলক অন্যতম। এ ব্যাপারে মাহবুব আনাম বলেন, ‘যে বিদেশি পেস বোলাররা অন্তত ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারে, তাদের যেন দলে অন্তর্ভুক্ত করা হয়। যেহেতু আমরা বিসিবির টাকা ক্রিকেটের উন্নয়নে ব্যয় করতে চাই, এ কারণে এসব বাধ্যবাধকতা থাকবে।’

এছাড়া এ আসরে প্রতিটি দলে বাধ্যতামূলক একজন স্থানীয় লেগ স্পিনার খেলাতে হবে। এমনকি তাকে দিয়ে পুরো চার ওভার করাতে হবে জানিয়ে মাহবুব আনাম আরও বলেন, ‘আপনারা জানেন, আমরা লেগ স্পিনার খুঁজছি। প্রতিটি দলকে বলে দেওয়া হবে, তারা যেন লেগ স্পিনার অবশ্যই খেলায়। কিছু কিছু জায়গায় আমরা বাধ্যবাধকতা আনব। প্রতিটি দলে একজন লেগ স্পিনার খেলাতেই হবে এবং তাকে চার ওভার বল করানো আবশ্যক করে দেব।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড