• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

তামিম-এনামুলে এগিয়ে চলছে কুমিল্লা

  অধিকার ডেস্ক    ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৭

তামিম ইকবাল
তামিম ইকবাল (ছবি : ফাইল)

বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই সাবেক চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জিতে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান ইমরুল কায়েসের কুমিল্লাকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ১ উইকেটে ৭৩ রান। ক্রিজে আছেন তামিম ইকবাল ২৭ বলে ৩৮ ও এনামুল হক বিজয় ২৬ বলে ২১ রানে। তাদের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটির সংগ্রহ ৪৯ বলে ৬৪ রান।

ব্যাটিংয়ে নেমেই দ্বিতীয় ওভারেই এভিন লুইসের উইকেট হারায় কুমিল্লা। ঢাকার পেসার রুবেল হোসেনের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ওপেনার। তিনি রিভিউ নিলেও পাল্টায়নি মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। দলীয় ৯ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফেরেন লুইস।

পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে ঢাকার বোলাররা ভালোভাবেই আটকে রাখেন কুমিল্লার রানের চাকা। তবে সেই শিকল তামিম ভাঙেন ষষ্ঠ ওভারে । সাকিবের ওই ওভার থেকে আসে ১৫ রান। শেষ দুই বলকে চারে পরিণত করেন দেশসেরা ওপেনার তামিম। ফলে ১ উইকেটে ৪০ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করে কুমিল্লা।

এরপর অষ্টম ওভারে বড় বাঁচা বেঁচে যায় কুমিল্লা। কাজী অনিকের করা ওই ওভারের দ্বিতীয় বলে এনামুল ও শেষ বলে তামিম জীবন পান! পয়েন্টের উপর দিয়ে জোরালো শটে বলকে মাঠছাড়া করতে চেয়েছিলেন এনামুল। তার শটের গতির কারণেই বলকে তালুবন্দি করতে পারেননি ফিল্ডার। ব্যক্তিগত ১১ রানে জীবন পান তিনি।

এরপর তামিমকে সাজঘরে পাঠানোর সুযোগ হাতছাড়া করেন ঢাকার উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তখন তিনি ২৪ রানে ব্যাট করছিলেন। পরের ওভারে তেড়েফুঁড়ে মারতে গিয়ে ফের ক্যাচ দেন তামিম। লং-অনে দৌড়ে এসে দুর্দান্তভাবে বল লুফে নিলেও ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল দ্বিধায় ছিলেন।

সেই দ্বিধার উত্তর পাওয়া যায় টিভি রিপ্লেতে। সেখানে দেখা যায়, বল রাসেলের হাতে যাওয়ার আগে মাটি স্পর্শ করেছিল। ফলে ব্যক্তিগত ৩৩ রানে আরেকবার জীবন পান তামিম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ :

তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক বিজয়, শামসুর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, মেহেদী হাসান, সঞ্জিত সাহা।

ঢাকা ডায়নামাইটস একাদশ :

উপুল থারাঙ্গা, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কিয়েরান পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান, শুভাগত হোম, রুবেল হোসেন, কাজী অনিক।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড