• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে আজ মুখোমুখি মুশফিক-মাশরাফি 

  অধিকার ডেস্ক    ২৫ জানুয়ারি ২০১৯, ০৯:৩৩

মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মোর্তজা
মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মোর্তজা; (ছবি: বিসিবি)

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) বন্দর নগরী চট্টগ্রাম পর্বের ম্যাচ আয়োজনে প্রস্তুত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আজ শুক্রবার চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। ঘরের মাঠে প্রিয় খেলোয়াড়ের ব্যাট-বলের লড়াই উপভোগ করতে মুখিয়ে আছেন ক্রিকেট পাগল চট্টগ্রামবাসী।

দিনের প্রথম ম্যাচে সোহেল তানভীরের সিলেট লড়বে মেহেদী হাসান মিরাজের রাজশাহীর বিপক্ষে। পয়েন্ট টেবিলে এই দুই দলের অবস্থান মোটেও ভালো নেই। ৮ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সিলেট। আর মিরাজের রাজশাহী ৮ ম্যাচে ৪ জয় নিয়ে আছে ষষ্ট নম্বরে। শেষ ম্যাচে খুলনার সঙ্গে হারা সিলেট আজকের ম্যাচে জয় তুলতে মরিয়া হয়ে আছেন। অন্যদিকে রাজশাহীও নিজেদের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের সঙ্গে হেরেছে ৬ উইকেটে। ফলে দু'দলই চাইবে চট্টগ্রাম পর্ব জয় দিতে শুরু করতে।

রাজশাহী কিংস দল ও সিলেট সিক্সার্স; (ছবি : সংগৃহীত)

এদিকে, সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের চট্টগ্রামের সঙ্গে লড়বে মাশরাফি বিন মোর্তজার রংপুর। পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান মুশফিকদের। ৭ ম্যাচ ৬টিতেই জয় পেয়েছেন তারা। আর ৮ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে মাশরাফিরা। নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়া ভাইকিংস আজকে মাশরাফিদের হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে চাইবে। যদিও মাশরাফিরা ছেড়ে কথা বলবে না। কেননা দলে রয়েছে ক্রিস গেইল, এ বি ডি ভিলিয়ার্সের মত বড় বড় অনেক তারকারা। সুতরাং আজকের দ্বিতীয় ম্যাচটিতে দর্শকদের নজর বেশি।

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড