• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে ষষ্ঠ আসরে দ্রুততম ফিফটি হাঁকালেন থিসারা

  অধিকার ডেস্ক    ১৩ জানুয়ারি ২০১৯, ২১:০১

থিসারা পেরেরা
ইনিংস বিরতিতে সাক্ষাৎকার দিচ্ছেন পেরেরা (ছবি : গাজী টিভি)

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ফর্ম দেখিয়ে ঢাকায় পা রাখা থিসারা পেরেরাকে দলে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর রবিবার বিপিএলের চলমান ষষ্ঠ আসরে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই চমক দেখালেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। চিটাগং ভাইকিংসের বিপক্ষে হাঁকালেন এই আসরের দ্রুততম হাফসেঞ্চুরি।

৮৬ রানে কুমিল্লা যখন ৫ উইকেট হারিয়ে দিশেহারা, ঠিক তখনই ব্যাট হাতে মাঠে আসেন পেরেরা। এরপর দর্শকরা পান নিখাদ টি-টুয়েন্টির বিনোদন! থিসারা ছড়ান চার-ছয়ের ফুলঝুরি। সকালে ঢাকায় পৌঁছে-সন্ধ্যায় মাঠে নেমে নিউজিল্যান্ড সফরের সেই মারকুটে ব্যাটিংয়ের প্রতিচ্ছবি দেখালেন তিনি। চলতি বিপিএলে কুমিল্লার এই অলরাউন্ডার দ্রুততম ফিফটি করেন মাত্র ২০ বলে!

৩ চার আর ৮ ছক্কায় তিনি খেলেন ২৬ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস। এর মধ্যে এবারের আসরের অন্যতম সফল বোলার রবি ফ্রাইলিঙ্কের ব্যক্তিগত চতুর্থ ও ইনিংসের ১৯তম ওভারে ৪ ছক্কাসহ ৩০ রান নেন এই ব্যাটসম্যান।

পেরেরার তাণ্ডবে ধুঁকতে থাকা কুমিল্লা ২০ ওভার শেষে দাঁড় করেছে বড় সংগ্রহ। ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে তারা। কেবল শেষ ৪ ওভারেই এসেছে ৭১ রান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড