• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পয়েন্ট তালিকায় উপরে উঠতে মুখোমুখি কুমিল্লা-চিটাগং

  অধিকার ডেস্ক    ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪৩

মুশফিকুর রহীম
টসে জিতেছেন মুশফিকুর রহীম (ছবি : সংগৃহীত)

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলে রবিবারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। এ ম্যাচে টসে জিতেছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহীম। তিনি ইমরুল কায়সের কুমিল্লাকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

চলতি বিপিএলে খেলা আগের ৩ ম্যাচে সমান ২টি করে জয় পেয়েছে চিটাগং ও কুমিল্লা। দুদলেরই অর্জন সমান ৪ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে আছেন মুশফিকরা। তাদের অবস্থান পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। কুমিল্লা আছে চারে।

এ ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ধাপ। আর এ ম্যাচে যারা জয় পাবে তারাই উঠে যাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তাই কুমিল্লা-চিটাগং দুদলের জন্যই ম্যাচটি দারুণ গুরুত্বপূর্ণ।

ব্যাটিংয়ে নেমে কুমিল্লার শুরুটা অবশ্য ভালো হয়নি। রবি ফ্রাইলিঙ্কের প্রথম ওভারে শূন্য রানে ফিরেছেন তামিম ইকবাল। খেলেছেন ২ বল। প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ১ উইকেটে ১ রান। উইকেটে আছেন এভিন লুইস ও এনামুল হক বিজয়।

চিটাগং ভাইকিংস : মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহীম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রবি ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ, ইয়াসির আলী, নাজিবুল্লাহ জাদরান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার, জিয়াউর রহমান, মেহেদী হাসান, এভিন লুইস, লিয়ান ডসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড