• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শীর্ষে উঠলেন মুস্তাফিজ

  ক্রীড়া ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ২১:৩২
মুস্তাফিজ
রংপুরের অধিনায়ক ওয়াটসনের সঙ্গে মুস্তাফিজ (ছবি: সংগৃহীত)

বঙ্গবন্ধু বিপিএলের শুরুটা সন্তোষজনক হয়নি মুস্তাফিজের। প্রথম দিকের কয়েকটি ম্যাচে বল হাতে সাফল্য না পেলেও ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছেন এ বোলার। টুর্নামেন্টের ৩৮তম ম্যাচে তিন উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।

৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে এতদিন বঙ্গবন্ধু বিপিএলের উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদী হাসান রানা। এবারের টুর্নামেন্টে অসাধারণ বোলিং করে বিসিবির নজরেও এসেছেন মেহেদী।

১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন মুস্তাফিজ। সর্বশেষ ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে তিন উইকেট শিকার করেন কাটার মাস্টার। আর তাতেই মেহেদীকে হটিয়ে শীর্ষে ওঠেন তিনি। এছাড়া টুর্নামেন্টে বেশ কিপটে বোলিংও করেছেন মুস্তাফিজ। তার ইকনোমি রেট ৬.৯৩।

উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানেও রয়েছেন বাংলাদেশি পেসার। জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১০ ম্যাচে শিকার করেছেন ১৬ উইকেট। চতুর্থ স্থানে থাকা রবি ফ্রাইলিঙ্কের শিকার ১০ ম্যাচে ১৫ উইকেট। আফগান স্পিনার মুজিব উর রহমান ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড