• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যাটিংয়ে ঢাকা, হারলেই বাদ রংপুর

  ক্রীড়া প্রতিবেদক

০৮ জানুয়ারি ২০২০, ১৮:৩৫
তামিম ইকবাল ও এনামুল হক বিজয়
তামিম ইকবাল ও এনামুল হক বিজয় (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্স। হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুরের কাপ্তান শেন ওয়াটসন। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।

দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। ঢাকা যদি আজ জয় পায় তাহলে প্লে-অফে উঠে যাবে। অন্যদিকে, রংপুর যদি এই ম্যাচে হারে তাহলে বাদ পড়বে। রংপুরের এটি ১১তম ম্যাচ। এর আগের ১০ ম্যাচে তারা ৪টিতে জয় পায় ও ৬টিতে হারে। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রংপুর আছে ষষ্ঠ অবস্থানে।

অন্যদিকে, ঢাকার এটি দশম ম্যাচ। আগের ৯ ম্যাচের মধ্যে তারা ৬টিতে জয় পায় ও ৩টিতে হারে। ১২ পয়েন্টে ঢাকা এখন আছে তৃতীয় অবস্থানে। টুর্নামেন্টে এখন পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম ও রাজশাহী।

ঢাকা প্লাটুন একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুমিনুল হক, মেহেদী হাসান, আরিফুল হক, আসিফ আলী, শাদাব খান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফাহিম আশরাফ, হাসান মাহমুদ, থিসারা পেরেরা।

রংপুর রেঞ্জার্স একাদশ : নাঈম শেখ, শেন ওয়াটসন (অধিনায়ক), ক্যামেরন দেলপোর্ট, লুইস গ্রেগরি, মোহাম্মদ নবী, ফজলে মাহমুদ, আল-আমিন, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), আরাফাত সানি, তাসকিন আহমেদ।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড