• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শীর্ষে ওঠার লড়াইয়ে খুলনাকে ব্যাটিংয়ে পাঠালেন ইমরুল

  ক্রীড়া ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ১৩:১১
বিপিএল
ছবি : বিসিবি

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকার মাঠে তৃতীয়পর্ব শেষে চায়ের দেশ সিলেটে গড়িয়েছে। বরাবরের মতো আজকেও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক ইমরুল কায়েস।

চলতি আসরে এখন পর্যন্ত ১২ পয়েন্ট করে নিয়ে ঢাকা প্লাটুন, রাজশাহী রয়্যালসের সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও দারুণ অবস্থানে আছে। আজ মুশফিকুর রহীমের খুলনাকে হারালেই প্লে-অফে এক পা দিয়ে রাখবে ইমরুল কায়েসের চট্টগ্রাম।

যদিও বন্দরনগরীর দলটি সর্বশেষ ম্যাচে মিরপুরে হেরে গেছে কুমিল্লার কাছে। সেই ম্যাচে খেলেননি ইমরুল কায়েস। মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন না। আজ ইমরুল ফিরবেন। আর খুলনা টানা দুই ম্যাচ জিতে সিলেটে এসেই হার দেখেছে। সবচেয়ে কম ৮ ম্যাচ খেলেছে দলটি। তাই আজকের ম্যাচের ফলাফল তাদের পরবর্তী সমীকরণ ঠিক করে দেবে। জিততে পারলে খুব ভালোভাবে রেসে টিকে থাকবে তারা, রানরেট ভাল থাকায় শীর্ষস্থানেও উঠে আসবে।

এমন একটি ম্যাচে জেতার জন্যই নামবে মুশফিকুরের দল। ঢাকায় অনুষ্ঠিত প্রথম পর্বে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়ে দেওয়ার সুখস্মৃতিও আছে দলটির। চট্টগ্রামের দলটি নিয়মিত খেলোয়াড়দের অভাবে ভুগলেও সমস্যাটা নেই খুলনার। শুরু থেকেই কম্বিনেশন এক আছে তাদের।

উল্লেখ্য, আজ সিলেট পর্বের শেষ দিন। এরপর ৭ জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু বিপিএলে রাউন্ড রবিন লিগের পঞ্চম ও শেষ পর্ব।

বিস্তারিত আসছে...

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড