• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লাকে লড়াকু স্কোর দিল চট্টগ্রাম

  ক্রীড়া ডেস্ক

৩১ ডিসেম্বর ২০১৯, ১৫:১৯
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানের লড়াকু স্কোর পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বন্দর নগরীর দলটির হয়ে রান পেয়েছেন লেন্ডল সিমন্স (৫৪), জুনায়েদ সিদ্দিকী (৪৫) ও জিয়াউর রহমান (৩৪)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা ওয়ারির্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন চট্টগ্রামের দুই ওপেনার লেন্ডল সিমন্স এবং জুনায়েদ সিদ্দিকি। তবে তাদের ১০৩ রানের দুর্দান্ত জুটি ভাঙেন সৌম্য সরকার। ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে এসে সিমন্সকে সানজামুল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন সৌম্য। ফেরার আগে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সিমন্স। ২ ছক্কা এবং ৫ চারের সাহায্যে মাত্র ৩৪ বলে ৫৪ রান করেন তিনি।

ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হওয়ায় হাফ সেঞ্চুরির দেখা পাননি জুনায়েদ সিদ্দিকী। মুজিব উর রহমানের দারুণ একটি থ্রোতে ৩৭ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। তার ব্যাট থেকে আসে ৬টি চার।

১৪তম ওভারে বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সৌম্য সরকার। চট্টগ্রামের জিম্বাবুইয়ান ব্যাটসম্যান রায়ান বার্লকে সাব্বির রহমানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। ৭ বলে ২ রান করে আউট হন রায়ান।

এরপর দলীয় ১০৭ রানের মাথায় তিন উইকেট হারিয়ে ফেলার পর চট্টগ্রাম শিবিরে আঘাত হানেন কুমিল্লার স্পিনার সানজামুল ইসলাম। ক্যারিবিয়ান ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটনকে (৯) রবিউল ইসলাম রবির হাতে ক্যাচ বানিয়ে আউট করেন তিনি। ফলে ১১৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে চট্টগ্রাম।

পঞ্চম উইকেটে জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে ২৩ রানের জুটি গড়েন অধিনায়ক নুরুল হাসান সোহান। একই সঙ্গে দলকে কিছুটা বিপদমুক্ত করেন তারা। কিন্তু ১৯তম ওভারের দ্বিতীয় বলে সোহানকে (৪) বোল্ড করে জুটি ভাঙেন ডেভিড উইসে।

আল-আমিন হোসেনের করা শেষ ওভারের দ্বিতীয় বলে লিয়াম প্ল্যাঙ্কেট সৌম্যর হাতে ক্যাচ দিলে ষষ্ঠ উইকেটের পতন ঘটে চট্টগ্রামের। পরবর্তীতে আর বেশিদূর যেতে পারেনি তারা। ইনিংসের শেষ পর্যন্ত ২১ বলে চার ছক্কার সাহায্যে ৩৪ রানে অপরাজিত থাকেন ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান জিয়াউর রহমান।

সংক্ষিপ্ত স্কোর : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৫৯/৬ (২০ ওভার)

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড