• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে রংপুরের স্বস্তির জয়

  ক্রীড়া ডেস্ক

৩০ ডিসেম্বর ২০১৯, ১৭:১২
মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান (ছবি: সংগৃহীত)

বঙ্গবন্ধু বিপিএলের ২৫তম ম্যাচে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে জয় পেয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে সিলেট থান্ডারকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হন মুস্তাফিজুর রহমান।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় রংপুর। দলীয় ৫ রানে সাজঘরে ফেরেন দলের অধিনায়ক শেন ওয়াটসন। এবাদত হোসেনের বলে সরাসরি বোল্ড আউট হন ওয়াটসন।

ওয়াটসন আউট হলেও দ্বিতীয় উইকেট জুটিতে ৯৯ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান মোহাম্মদ নাঈম ও ক্যামেরন ডেলপোর্ট। দলীয় ১০৪ রানে ২৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন ডেলপোর্ট। ৬ চার ও ৫ ছক্কায় এ ইনিংস সাজান তিনি। ডেলপোর্টকে সাজঘরে ফেরান নাভিন উল হক।

৮ রান পর আউট হন গ্রেগরিও। ৪ রান করে নাভিন উল হকের বলে আন্দ্রে ফ্লেচারকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তবে মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন নাঈম। তিনি ৫০ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে নবী অপরাজিত থাকেন ১২ বলে ১৮ রান করে।

এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছেন আন্দ্রে ফ্লেচার (০)। এবারের বিপিএলে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান আরাফাত সানির বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যামেরন ডেলপোর্টকে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর চতুর্থ ওভারে ফিরে যান সিলেটের আরেক ক্যারিবিয়ান ওপেনার জনসন চার্লস (৯)। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে মোহাম্মদ নবীকে ক্যাচ দিয়ে ফিরে যান চার্লস। ১৬ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই বিপদ ডেকে আনা সিলেটের তৃতীয় উইকেট জুটিতে আসে ৫৭ রান। মোসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গে নিয়ে মোহাম্মাদ মিঠুন রানের চাকা এগিয়ে নিচ্ছিলেন, কিন্তু দলীয় ৭৩ রানে ফিরে যান অধিনায়ক সৈকত (১৫)।

মোসাদ্দেকের বিদায়ের পর চতুর্থ উইকেট জুটিতে শেরফেন রাদারফোর্ডকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন মিঠুন; কিন্তু ১০৭ রানের মাথায় ব্যক্তিগত ১৬ রানে ফিরে যান এই উইন্ডিজ তারকা। এরপরই ছন্দপতন শুরু হয়- ফিফটি করে ফিরে যান মিঠুন। তবে যাওয়ার আগে ৪৭ বলে ৬২ রানের মূল্যবান ইনিংস খেলেন জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। শেষের চার ওভারে সিলেটের রান আসে ২৪ বলে ২০। রংপুরের পেসার মুস্তাফিজ ৪ ওভার বোলিং করে ১০ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন।

রংপুরের একাদশ : শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, জহরুল ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ নবী, আরাফাত সানি, আল-আমিন, মুস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

সিলেটের একাদশ : আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মোহাম্মাদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, শেরফেন রাদারফোর্ড, নাঈম হাসান, সোহাগ গাজী, মনির হোসেন খান, এবাদত হোসেন ও নাভিন-উল-হক।

সংক্ষিপ্ত স্কোর : সিলেট থান্ডার : ১৩৩/৯ (২০ ওভার) রংপুর রেঞ্জার্স : ১৩৪/৩ (১৭.২ ওভার) ফলাফল : রংপুর ৭ উইকেটে জয়ী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড