• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

অসহায় সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল মুশফিক

  ক্রীড়া প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:২৫
টস করছেন দুই অধিনায়ক
টস করছেন দুই অধিনায়ক (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স এবং সিলেট থান্ডার। দুই দলেরই সপ্তম ম্যাচ এটি। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে মোসাদ্দেকের সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনার অধিনায়ক মুশফিক। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ৬টা ৩০ মিনিটে।

পরাজয়ের গন্ডিতে আবদ্ধ সিলেট থান্ডার। ছয় ম্যাচে জিতেছে মাত্র একটিতে। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই অসহায় সিলেটের সামনে। কারণ তাদের অর্জন মাত্র ২ পয়েন্ট। রয়েছে টেবিলের ষষ্ঠ স্থানে। অপর দিকে ছয় ম্যাচে চার জয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে খুলনা। তাদের অর্জন ৮ পয়েন্ট।

খুলনা টাইগার্স স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), রবি ফ্রাইলিঙ্ক (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মাদ আমির (পাকিস্তান), নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান) ও রহমনেউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।

সিলেট থান্ডার স্কোয়াড : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুয়েল মিয়া, ক্রিসমার সান্টোকি (ওয়েস্ট ইন্ডিজ), শারফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), শফিকুল্লাহ শফিক (আফগানিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা)।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড