• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

তামিমের রেকর্ড ভাঙলেন মুশফিক

  ক্রীড়া ডেস্ক

২১ ডিসেম্বর ২০১৯, ২১:৩৬
তামিম ইকবাল ও মুশফিকুর রহীম
তামিম ও মুশফিক (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের খেলা চলছে। ২০১২ সাল থেকে শুরু হলেও বিতর্কের জের ধরে বন্ধ থাকে ২০১৩ আয়োজন। নতুন রূপে শুরু হয় ২০১৪ সাল থেকে। আর এ বছর দুই বিপিএল মাঠে গড়িয়েছে।

বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের ইতোমধ্যে ঢাকার প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। চলছে চট্রগ্রাম পর্বের ম্যাচ। চলতি আসরের ১৫ তম ম্যাচে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক হলেন মুশফিকুর রহীম। সিলেটের বিপক্ষে ১২ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে এই রেকর্ড অর্জন করেন রান মেশিন খ্যাত মুশফিক।

৭টি আসরে ৫টি দলের হয়ে মোট ৭৫টি ম্যাচ খেলে মুশফিক সংগ্রহ করেছেন ১ হাজার ৯৩৬ রান। এই রেকর্ড ছোঁয়ার সময় তিনি পেছনে ফেলেন তামিম ইকবালকে। ৬১ ম্যাচ খেলে ১ হাজার ৯৩৫ রান রয়েছে তামিমের দখলে। তালিকায় প্রথম ৫ জনের সবাই টাইগার ক্রিকেটার।

তামিমের পরেই ৭৮ ম্যাচে ১ হাজার ৬৯৫ রান করে তিনে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১ হাজার ৫৫৭ রান নিয়ে চারে রয়েছেন ইমরুল কায়েস। আর এবারের আসরে না খেলা অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন পাঁচে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড