• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজেকে ‘৩৬০ ডিগ্রি’ মানতে নারাজ মুশফিক

  ক্রীড়া প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৭
মুশফিকুর রহীম
মুশফিকুর রহীম (ছবি : দৈনিক অধিকার)

ক্রিকেট মাঠে ‘৩৬০ ডিগ্রি’ এর প্রসঙ্গ আসতেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের নাম। ঠান্ডা মাথায় দেখে শুনে যে কোনো ধরনের ডেলিভারিকে মাঠের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেওয়ার অবিশ্বাস্য ক্ষমতার কারণেই তার নামকরণ হয়েছে ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’।

ডি ভিলিয়ার্সের এমন তকমা পেয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহীমও। সাবেক প্রোটিয়া কাপ্তানের মতো মুশফিকও তিন-চার রকমের ‘ইম্প্রোভাইজিং’ স্ট্রোক খেলে মাঠের চারপাশ দিয়ে রান করতে পারেন। ভয়ডরহীন মানসিকতা ও আগ্রাসনের সঙ্গে টেম্পারমেন্টের নিখুঁত সমন্বয়ে খেলতে দেখা যায় তাকে। যার কারণে মুশফিককে এমন উপাধি দেন খুলনা টাইগার্সের কোচ জেমস ফস্টার।

রাজশাহীর বিপক্ষে মুশফিকের ৯৬ রানের ঝড়ো ইনিংসের পরই এমন উপাধি দেয় সাবেক এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে নিজেকে ৩৬০ ডিগ্রি মানতে নারাজ মুশফিক। মুশফিক মনে করেন ফ্রিলি খেলতে চারপাশে খেলা যায়।

বঙ্গবন্ধু বিপিএলের ১৫তম ম্যাচে সিলেটের কাছে হারে খুলনা। পরাজয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন খুলনার অধিনায়ক। এ সময় মুশফিকের কাছে জানতে চাওয়া হয় ফস্টারের দেওয়া ৩৬০ ডিগ্রি উপাধি প্রসঙ্গে। জবাবে মুশফিক বলেন, ‘কই ভাই, আমি তো জানি না।’

এ সময় মুশফিক বলেন, ভাই দুই ম্যাচও লাগে না ৩৬০ ডিগ্রি থেকে শূন্য ডিগ্রিতে আসতে (আজ সিলেটের বিপক্ষে ১২ রান কারেন)। সেটা আমি কখনোই বিশ্বাস করি না। নিজেকে ওইরকম প্লেয়ারও মনে করি না। সবসময় মনে করি আমার গেম ডে বাই ডে যতটুকু ইম্প্রুভ করা যায়। উইকেট এত ভালো। আমার কাছে মনে হয় আপনি যদি একটু ফ্রিলি খেলতে থাকেন তাহলে চারপাশে খেলা সম্ভব। ঝুঁকি নেওয়া যায় এসব উইকেটে। কৃতিত্ব তাদের দেওয়া উচিত। আমি ধারাবাহিক খেলার চেষ্টা চলছে। চাইব পরের ম্যাচে সেটা ফিরে আসুক।’

টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর আজই প্রথম সিলেটের কাছে হারে মুশফিকের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স। দলের পরাজয় প্রসঙ্গে সাবেক টাইগার কাপ্তান বলেন, যে কোনো ফরম্যাটে সবাই চায় মোমেনটাম ধরে রাখতে। সেটা ধরে রাখতে না পারলে খারাপ লাগা স্বাভাবিক। টি-টুয়েন্টিতে সবগুলো ম্যাচ জেতা সহজ নয়। যে ভালো খেলবে সেই জিতবে। তারপরেও বলব আমরা যতটা ধারাবাহিক ছিলাম তাতে আমাদের আরও লড়াই করা দরকার ছিল। হার জিত থাকবে। কিন্তু যত কমে ব্যবধান রাখা যায় ততই ভালো। যেভাবে ওরা ব্যাটিং করেছে সেটা আসলেই দারুণ। আমাদের বোলাররা চেষ্টা করেছে। এ রকম খেলতে থাকলে বোলারদের খুব বেশি কিছু করার থাকে না। এত ভালো ব্যাটিং করে আমরা ১৯০ রান অতিক্রম করেছিলাম। বোলাররা খারাপ বোলিং করেনি। ব্যাটিং সহায়ক উইকেটে এটা কঠিন। ১৭০-৮০ হয়তো আমরা অতিক্রম করতে পারতাম। ২৩২ একটু বেশি হয়ে গেছে। আমরা ওদের ২০০ বা ২১০ এর মধ্যে আটকাতে চেয়েছিলাম। তাহলে অন্যরকম খেলা হতো। প্রথম ৬ ওভার খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেখানে ভালো কিছু করতে পারিনি। প্রথম ৬ ওভারে ৭০ রান হলে ভালো কিছু করা যেত। হার থেকে শেখা যায়। পরের ম্যাচে আমরা যেন জয়ের ধারায় ফিরতে পারি সেই চেষ্টা করছি।

রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরির খুব কাছে গিয়েও অল্পের জন্য রেকর্ড গড়তে পারেননি তিনি। হতে পারত এটা তার টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। কিন্তু মাত্র ৪ রানের জন্য শেষ পর্যন্ত আর তিন অঙ্কের ঘরে পাওয়া হয়নি মুশফিকের। সেঞ্চুরি না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‌‘সেটা তো কতদিন আগে চলে গেছে। আমিও ভুলে গেছি। এখন আপনারা মনে করিয়ে দিলেন। দলের জয়ে অবদান রাখার চেষ্টা থাকে সবসময়। দলের অধিনায়ক হিসেবে আমি সবসময় সেটা করতে চাই। এত বড় রান করতে হলে ওপর থেকে কাউকে ভালো খেলতে হয়। রাইলি খুভ ভালো খেলছিল। ওকে আমরা সঙ্গ দিতে পারিনি। লক্ষ্য অতিক্রম তো দূরের কথা। আমরা কাছাকাছিও যেতে পারিনি। পরের বার সুযোগ আসলে ভালো খেলে দল জেতাতে চাই।’

চলতি বিপিএলে দুর্দান্ত খেলে চুলছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। সে ধারাবাহিকতায় মুশফিক কি একটা সেঞ্চুরির দেখা পাবেন? জবাবে তিনি বলেন, ‌‘না একটা কেন, দুই তিনটাও হয়ে যেতে পারে। এটা আসলে আমার ক্ষেত্রে না। যে কোনো টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য এটা অনেক বড় সুযোগ। এমন উইকেট আসলে সবসময় বিপিএলে আসে না। আপনি যদি খেয়াল করে দেখেন শুধু বিদেশি না স্থানীয় ক্রিকেটাররা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে একেই ভালো করছে। আমার মনে হয় এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের দুই হাত ভরে রান করে দলের জন্য অবদান রাখতে পারি। সেঞ্চুরির চেয়ে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ম্যাচ উইনিং ইনিংস কত খেলতে পারেন। সেটা হতে পারে ১৩০, হতে পারে ২০ রান নট আউট, হতে পারে ৮০ রানের ইনিংস। আমার কাছে ম্যাচ জেতানো ইনিংসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পাচ্ছে, কারণ কী? ‘এটা অবশ্যই উইকেটের কারণে। এই উইকেটটা কিন্তু আপনাকে অনুমতি দিচ্ছে অনেক কিছু করার। অন্যান্য উইকেটে চাইলেও কিন্তু আপনি এতকিছু করতে পারবেন না। আমার মতে এটা উইকেটের সুবিধা, যা যে কোনো ব্যাটসম্যানের জন্য ভালো কাজ করছে। এমন উইকেটে নতুন বলটা যখন থাকে তখন তুলনামূলক সহজ হয় ব্যাটিং করা’—যুক্ত করেন মুশফিক।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড