• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএল নিয়ে কথা দিয়ে কথা রাখছে না বিসিবি

  ক্রীড়া ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৪
বঙ্গবন্ধু বিপিএল
বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ (ছবি : সংগৃহীত)

বিপিএল এবং বিতর্ক শব্দ দুটো যেন সমার্থক হয়ে পড়েছে। বিতর্ক ছাড়া কোনো বিপিএল শুরু হওয়ার নজির নেই, শুরুতে না হলেও টুর্নামেন্টের মাঝপথে ঠিকই কোনো ইস্যু তৈরি হবেই। এবারের বিপিএল হচ্ছে নতুন মোড়কে। কোনো ফ্র্যাঞ্চাইজি নয় বিসিবি নিজেদের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় আয়োজন করছে এবারের আসর। যার মূল কারণ আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সামিল হওয়া, বিপিএলের আগে জুড়েও দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নাম। অথচ মাঠের লড়াই শুরুর আগেই বিতর্কিত বঙ্গবন্ধু বিপিএল।

টুর্নামেন্ট শুরুর বেশ আগেই বিসিবি পরিচালক মাহবুব আনাম ঘোষণা দিয়ে বসেন এবারের বিপিএল বঙ্গবন্ধুর নামে ও বিসিবির তত্ত্বাবধানে হচ্ছে বলে লাভ-লোকসানের হিসাব কষবেন না তারা। পরে একই কথা গণমাধ্যমে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। স্থানীয় ক্রিকেটারদের প্রাপ্য সুযোগ প্রদান ও আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে কিছু বাধ্যবাধকতাও আনছেন বলে জানান। যার দুটি হলো একজন লেগ স্পিনার ও ১৪০ এর বেশি গতিতে বল করতে পারা পেসার একাদশে রাখা।

এরপর বিপিএল ইস্যুতে দফায় দফায় গণমাধ্যমের সাথে আলাপকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য, বিসিবি সভাপতি নিশ্চয়তা দিয়েছেন এই বাধ্যবাধকতা বহাল থাকছে। সবশেষ গত ৫ ডিসেম্বর বিসিবি সভাপতি জানান, ‘হ্যাঁ গাইডলাইনটা এমনই। আসলে টুর্নামেন্ট শুরু হলে বুঝতে পারব কতটা প্রয়োগ হচ্ছে। আমরা চেয়েছি একজন ভালো মানের লেগ স্পিনার ও একজন ভালো গতির পেসার (যে ১৪০ কিমি এর বেশি গতিতে বল করতে পারে) যেন খেলানো হয়। আমার ধারণা খেলাবে, বেশিরভাগ ম্যাচেই এটা হবে।’

অথচ টুর্নামেন্ট শুরুর একদিন আগেই এমন বিষয় সরাসরি অস্বীকার করে বসলেন রংপুর রেঞ্জার্সের নবনিযুক্ত পরিচালক এনায়েত হোসেন সিরাজ। দলটির স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক হওয়ায় রাজশাহী রয়্যালস ছেড়ে যোগ দিয়েছেন রংপুর রেঞ্জার্সে। আগে থেকে দলের পরিচালক থাকা আকরাম খানের ঠিকানা হয়ে পড়েছে অনিশ্চিত। আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) রংপুর রেঞ্জার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে একাদশে লেগ স্পিনার ও ১৪০ কিমি গতির পেসার খেলানো হবে কি না জানতে চাইলে অনেকটা কড়া সুরে কথা বলেন এনায়েত হোসেন সিরাজ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একটা কথা বলি ১৪০ কিমি গতির বোলার খেলাতে হলে সে ধরনের উইকেটও নিশ্চয়ই বানিয়েছে। টিম কম্বিনেশন দেখতে হবে, আমরা লেগ স্পিনার প্রাধান্য দিব। এটা প্রাধান্য দেওয়া, বুঝতে পারছেন? আমি মনে করি এ ধরনের (বাধ্যবাধকতা) কোনো নিয়মই নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাধান্য দিতে বলেছে আর সে অনুযায়ী আমরা লেগ স্পিনার যুক্ত করার চেষ্টা করেছি।’

তার মতে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে, কখনোই বাধ্যবাধকতা কিংবা এমন কোনো নিয়মের উল্লেখ ছিল না। ‘এটা প্রাধান্য দেওয়া, কোনো নিয়ম নয়। আমাদের অভিজ্ঞ লেগ স্পিনারের ঘাটতি আছে। এটা প্লেয়িং কন্ডিশনের ওপর নির্ভর করছে। আরে আমরা তো বলছি লেগ স্পিনার খেলানোর জন্য চেষ্টা করছি জাতীয় ক্রিকেটের স্বার্থে।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড