• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদেশিদের অপেক্ষায় মোসাদ্দেকের সিলেট থান্ডার

  ক্রীড়া ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ২১:৫০
সিলেট থান্ডারের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত
সিলেট থান্ডারের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত (ছবি : সংগৃহীত)

দুই দিনের বিরতির পর আবারও মিরপুর একাডেমি মাঠ শুরু হলো ক্রিকেটারদের পদচারণা। আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে অনুশীলনে ব্যস্ত হয়ে উঠেছেন দেশি ক্রিকেটাররা।

আগামী ৮ ডিসেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বেজে উঠবে বিপিএলের ডামাডোল। এরপর ১১ ডিসেম্বর মাঠে গড়াবে শিরোপার লড়াই। যদিও এখনো বিদেশি ক্রিকেটাররা যোগ দেয়নি, আসেনি কোচরাও। দেশিয় ক্রিকেটার ও কোচদের নিয়ে মাঠে নেমে পড়েছে দলগুলো।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে অনুশীলন করে রংপুর রেঞ্জার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুপুরের পর আসে সিলেট থান্ডার। প্রধান কোচ হার্শেল গিবস আসতে সময় লাগবে আরও দু-তিনদিন, দলের উপদেষ্টা ও পরামর্শক সারওয়ার ইমরানই শুরু করে দিলেন সিলেটের ক্রিকেটারদের নিয়ে কাজ। দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলা মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন বিদেশিরা আসলেই দল নিয়ে পরিকল্পনা আঁটবেন।

প্রথম দিনের প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে মোসাদ্দেক জানান, ‘আসলে প্রস্তুতি বলতে আজ থেকে শুরু। তাই এখান থেকেই প্রস্তুতি শুরু হবে। অন্যদের থেকে কম সময় পাব হয়তো তবে এর মধ্যেই নিজেদের ঝালিয়ে নিতে চেষ্টা করব। আমার কাছে মনে হয় এখানে প্রতেকটা দলই ভালো, ওইভাবে চিন্তা করার কিছু নাই। মাঠে যারা ভালো খেলবে তারা হয়তো জিতবে, দিনশেষে সবাই কাগজে কলমে ভালো দল।’

কোচ হিসেবে গিবসকে এখনই মূল্যায়ন করতে অবশ্য নারাজ সৈকত, ‘যখন আসবে তখন কথা হওয়ার পরই বুঝতে পারব। উনার সাথে এই প্রথম কাজ করা হবে, আসার পর কথা হলে বুঝতে পারব।’

অন্য দলগুলোর মতো হয়তো বড় তারকা নেই তবে যারা আছে তাদের নিয়েই শিরোপা জয়ের লক্ষ্যেই খেলতে চায় সিলেট থান্ডার, ‘যে কয়টা দলই আছে তারা সবাই শিরোপার জন্য খেলবে। তাদের বাইরে কিন্তু আমরা না, ওইভাবেই চিন্তা করতেছি। আজ থেকে অনুশীলন শুরু হচ্ছে, সব দেশি প্লেয়ার একসাথে থাকবে। বিদেশিরা যখন আসবে কম্বিনেশনটা তখন হয়তো আরও বেশি ভালো হবে। এরপর আমরা প্ল্যান সাজাবো কোন পথে এগোবো।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড