• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ই-কমার্স খাতে হাজার উদ্যোক্তা তৈরির পরিকল্পনা জ্যাক মার

  অধিকার ডেস্ক    ১৫ অক্টোবর ২০১৮, ১১:২৭

জ্যাক মা
ছবি : ইন্টারনেট

বিশ্বের সবচাইতে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার চেয়্যারম্যান জ্যাক মা ইন্দোনেশিয়ার প্রযুক্তি খাতে উদ্যোক্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ই-কমার্স খাতে আগামী ১০ বছরে এক হাজার উদ্যোক্তা তৈরির জন্য তিনি একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন। শনিবার (১৩ অক্টোবর) ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও ওয়ার্ল্ড ব্যাংকের অংশগ্রহণে আয়োজিত এক বৈঠকে এ কথা জানান জ্যাক মা।

তবে এই প্রশিক্ষণ কেন্দ্রটি কবে চালু করা হবে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

শুধু ই-কমার্স খাতেই নয়, ক্লাউড কম্পিউটিং ও লজিস্টিক খাতেও বিনিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি।

জ্যাক মা বলেন, “তরুণ ইন্দোনেশিয়ান মানুষদের শেখাতে আমরা অনেক সুযোগ দিচ্ছি। মানুষ শুধু তখনই উন্নতি করে যখন তার ধারণা পরিবর্তন হয়, মানুষের দক্ষতা বাড়ে, তখনই কেবল আমরা ডিজিটাল যুগে প্রবেশ করতে পারি।”

ইন্দোনেশিয়ায় তার ব্যবসায়ী পরিকল্পনার কথা ও তুলে ধরেন জ্যাক মা। তিনি মনে করেন, ইন্দোনেশিয়ার বাজার ধরতে পারলে আলিবাবার জন্য তা খুবই লাভজনক প্রমাণিত হবে।

ব্যবসায়ী পরিকল্পনার অংশ হিসেবে গত মার্চে দেশটিতে ডেটা সেন্টার চালু করে আলিবাবার শাখা কোম্পানি আলিবাবা ক্লাউড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড