• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

তারেককে দেশে ফিরিয়ে আনতে কষ্ট হবে না : অ্যাটর্নি জেনারেল

  অধিকার ডেস্ক    ১২ অক্টোবর ২০১৮, ০২:০৬

অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। (ছবি : ফাইল ছবি)

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন সাজা হয়েছে। আর তাই তাকে দেশে ফিরিয়ে আনতে তেমন কষ্ট হবে না। বৃহস্পতিবার (১১ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বললেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সে সময় মাহবুবে আলম বলেন, ‘তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার নাটের গুরু বলা হয়। আমরা রায় পর্যালোচনা করে দেখবো। রায় পড়ার পর যদি দেখি তারও মৃত্যুদণ্ড হওয়া উচিত তাহলে দণ্ড বাড়াতে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হবে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যাদের মৃত্যুদণ্ড হয়েছে তাদের আদালত থেকে বিনা খরচে রায়ের কপি দেওয়া হয়। আর তারা যদি আপিল ফাইল করে, তাহলে সেটাও ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসবে।’

সে সময় তিনি আরও উল্লেখ করেন, ‘সেক্ষেত্রে আমরা রাষ্ট্রপক্ষ যত দ্রুত সম্ভব শুনানির জন্য পদক্ষেপ গ্রহণ করবো। তবে এটাতে পেপারবুক তৈরি করার বিষয় রয়েছে, যা আদালতের বিষয়। মামলার আপিল শুনানিতে আমাদের পদক্ষেপগুলো আমরা নেব।’

এই মামলায় একজন পাকিস্তানের নাগরিকেরও সাজা হয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘এখানে আমরা অনুমান করছি বাংলাদেশের ক্ষতি করার জন্য বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য পাকিস্তান এখনও নিবৃত্ত হয়নি।’

এরইমধ্যে পাকিস্তান সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা সেক্ষেত্রে জেএমবিসহ সব জঙ্গিদের দমন করতে সফল হয়েছি। সাজাপ্রাপ্ত সেই পাকিস্তানি নাগরিককে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড