• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বাংলাদেশ পোস্ট অফিস একটি সরকার’

  আমির সোহেল

২৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৮
ডাক বিভাগের ওয়েবসাইট
ডাক বিভাগের ওয়েবসাইট থেকে নেওয়া স্কিনশর্ট

বাংলাদেশ পোস্ট অফিস একটি সরকার বলে জানাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ডাক বিভাগের ওয়েবসাইটে (http://www.bangladeshpost.gov.bd/bn/bangladesh-post-office.html) গেলে এ তথ্যই দেখা যাচ্ছে।

ডাক বিভাগের ওয়েবসাইটে বাংলাদেশ পোস্ট অফিস ক্যাটাগরিতে গেলে দেখা যাচ্ছে এই লেখা- ‘বাংলাদেশ পোস্ট অফিস একটি সরকার। ডাক বিভাগ এবং জনসাধারণের সেবা বিস্তৃত প্রদান নিবেদিত মালিকানাধীন বিভাগ এটি একটি বৃহৎ জনসংখ্যার সঙ্গে একটি বিশাল দেশ একসঙ্গে অধিষ্ঠিত প্রাইমারি জাতীয় ডাক যোগাযোগ পরিষেবা। বাংলাদেশ পোস্ট অফিস একটি যুক্তিসঙ্গত খরচে জীবনের সব ক্ষেত্রে মানুষের একটি দ্রুত, নির্ভরযোগ্য ও নিয়মিত সেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

ওয়েবসাইটের ইংরেজি সাইটে একি লেখা এভাবে লেখা আছে- Bangladesh Post office is a govt. owned department dedicated to provide wide range of postal products and public services. It is the premier national postal communication service holding together a vast country with a large population. Bangladesh Post Office is committed to provide a speedy, reliable and regular service to the people of all walks of life at a reasonable cost.

ডাক বিভাগের ওয়েবসাইটে ইংরেজির পাঠক এর সঠিক পরিচয় জানতে পারবে। কিন্তু বাংলার পাঠকরা পড়তে গেলে পড়বেন বিভ্রান্তিতে। অনুবাদ করার জন্য টেক জায়ান্ট গুগলের একটি সেবা আছে। যা পরিচিত গুগল ট্রান্সলেট হিসেবে। গুগল ট্রান্সলেটরে ডাক বিভাগের ইংরেজিতে লেখা ওই পরিচিতির অংশটুকু দিলে দেখা যায়, ইন্টানেটের মাধ্যমে গুগলের করা অনুবাদের সঙ্গে একই রকম দেখা যাচ্ছে ডাক বিভাগের বাংলা পরিচিতির অংশটুকু।

এদিকে ডাক বিভাগের ওয়েবসাইট ঘুরে দেখা যায়, শুধু তাদের পরিচিতিতেই নয়, অন্য ক্যাটাগরিতেও বানানসহ অনেক ধরনের অসামঞ্জস্য রয়েছে। এছাড়া লক্ষ্য করে দেখা গেছে, অনেক ক্যাটাগরিতে এখন পর্যন্ত বাংলা পরিচিতিই করা হয়নি।

দেখা যায়, পোস্ট অফিস অ্যাক্ট ইংরেজিতে উল্লেখ থাকলেও বাংলায় তা প্রদর্শিত হয় না। ডাক বিভাগের জীবনবীমার সুবিধা ও নিয়মগুলো ইংরেজিতে উল্লেখ থাকলেও বাংলার বেলায় শুধু শিরোনামসমূহ আসে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড