• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মন্ত্রীর কথায় এস কে সিনহার বিরুদ্ধে মামলা হবে না : দুদক

  অধিকার ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৮

ইকবাল মাহমুদ
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ফাইল ছবি)

মাননীয় মন্ত্রীর কথায় এস কে সিনহার বিরুদ্ধে মামলা হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে তদন্ত ও মমলা করা যায় না উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, ‘মন্ত্রীর কথায় অনুসন্ধানও হবে না। সরকার নিজেরাই বলে স্বাধীন কমিশন। মন্ত্রী যা বলেছেন উনি ওনার কথা বলেছেন। মাননীয় মন্ত্রীর কোনো কথার প্রভাব দুদকে পড়ার কোনো রকমের সম্ভাবনা নেই। আমরা গ্যারান্টি দিচ্ছি। আমার কথা পরিষ্কার কারও বিরুদ্ধে এভিডেন্স ছাড়া আমরা কনক্লুসিভ কনভিন্সড না হলে কারও বিরুদ্ধে কোনো অনুসন্ধান হবে না, তদন্তও হবে না।’

এসকে সিনহার বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আই হ্যাভ নো কমেন্ট। ৪ কোটি টাকার যে অনুসন্ধান কবে শেষ হবে তা আমি বলতে পারব না। টাকা কোথায় গেছে তা আমাদের বের করতে হবে। তদন্ত কর্মকর্তাদের বলা হয়েছে, অনুসন্ধান তাড়াতাড়ি শেষ করতে। তারা সম্ভবত কালকেও গেছে। আজকেও গেছে। ওই টাকা কোথায় গেল, কীভাবে গেল, তা তো জানতে হবে।’

ইকবাল মাহমুদ বলেন, ‘দুদকে চলমান ফারমার্স ব্যাংকের চার কোটি টাকা কেলেঙ্কারিতে দুজন ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে ঋণ প্রদান ও ঋণের টাকা অন্য কোথাও যাওয়া, সেটার অনুসন্ধান চলছে। সেই চার কোটি টাকার ব্যাপারে আপনারা এক ইঙ্গিত দিয়েছিলেন যে সেই টাকা সিনহার অ্যাকাউন্টে জমা হয়েছে। আমরা কিন্তু সে বিষয়ে স্পষ্ট কোনো কিছু বলিনি। তদন্ত চলছে। এখনও বিস্তারিত বলার সময় আসেনি।’

অপরদিকে, গত ২১ সেপ্টেম্বর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছে দুদক।’

দুদকের আইনজীবী খুরশীদ আলমের এমন বক্তব্যে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘দুদকের আইনজীবী তো আমাদের মুখপাত্র না। সে আমাদের স্থায়ী উকিলও না। তিনি যে কোনো ব্যক্তির উকিল হতে পারেন, আপনারও হতে পারে। আইনজীবী যেটা বলেছে, সেটা তার নিজস্ব বক্তব্য। তিনি দেশে নেই, আমি তার কাছে এ বিষয়ে জিজ্ঞাসাও করতে পারছি না।’

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেন। এরপর তিনি বিদেশ পাড়ি জমান। ওই সময়ে সিনহার বিরুদ্ধে অবৈধভাবে আর্থিক লেনদেন, নৈতিক স্খলনসহ বেশকিছু অভিযোগ ওঠে।

উল্লেখ্য, রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখছে। দুদক তার বিরুদ্ধে যখন মামলা করবে, তখনই মামলা হবে। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড