• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাইজারে জঙ্গিদের অপহরণের শিকার ১৫ কিশোরী

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর ২০১৮, ১০:১৫
নাইজারে কিশোরী অপহরণ
নাইজারে ১৫ কিশোরীকে অপহরণ করেছে জঙ্গিরা। (ছবিসূত্র : ভাইস নিউজ)

আফ্রিকার দেশ নাইজারের একটি গ্রাম থেকে অন্তত ১৫ জন কিশোরীকে অপহরণ করেছে বন্দুকধারী জঙ্গিরা। ধারণা করা হচ্ছে, সম্প্রতি সরকারি বাহিনীর অভিযানে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের অন্তত ৪৪ সদস্য নিহতের জবাবে এ অপহরণের ঘটনা ঘটে। স্থানীয় মেয়রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের পর থেকে উত্তরপূর্ব নাইজেরিয়ায় একটি কট্টরপন্থি ইসলামিক রাষ্ট্র হিসেবে গঠনের চেষ্টায় আছে বোকো হারাম। এতে আশপাশের নাইজার, চাদ এবং ক্যামেরুনে তারা ব্যাপক সংখ্যক হামলা পরিচালনা করেছে। আর এসব ঘটনায় নিহত হয়েছেন হাজার হাজার জনগণ।

নাইজেরিয়া সীমান্তবর্তী শহর তুরমুরের মেয়র বুকার মানি অর্থে দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেন, ‘সে সময় অন্তত ৫০ জনের বেশি অজ্ঞাত বন্দুকধারী এসে আমাদের মেয়েদের উঠিয়ে নিয়ে যায়।’

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) এই বোকো হারামের সদস্যরা স্থানীয় একটি কুয়ার কাছে অন্তত আটজনকে হত্যা করেছে। মূলত পানি উত্তোলনকারী ফরাসি কোম্পানি ফোরাকর নিয়ন্ত্রণাধীন ছিল সেই কুয়াটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড