• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে প্রবেশের ‘যোগ্যতা’ নিয়ে যা বললেন প্রেসিডেন্ট ট্রাম্প!

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০১৮, ১০:৩৩
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবিসূত্র : দ্য হিল)

বিশ্বের ‘মেধাসম্পন্ন’ সব লোকজনদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এখন থেকে দেশটিতে এমন কেউ আসুক যিনি আমাদের সাহায্য করতে পারবেন।’ শনিবার (১৩ অক্টোবর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উক্ত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ‘আমি সীমান্তের বিষয়ে ভীষণ কঠোর। আমরা সীমান্ত ইস্যুতে বরাবরই শক্ত অবস্থানে আছি। লোকজনকে অবশ্যই আইন মেনে আমাদের দেশে প্রবেশ করতে হবে। তবে তা কোনো মতেই অবৈধভাবে নয় বরং বৈধভাবে, আমি চাই তারা অবশ্যই মেধাসম্পন্ন হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক। যুক্তরাষ্ট্রে প্রবেশের অন্যতম যোগ্যতাই হচ্ছে মেধা।’

অবৈধ অভিবাসন প্রসঙ্গে মার্কিন এ প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ‘আমি চাই প্রচুর সংখ্যক লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক। ইতোমধ্যে আমাদের দেশে আবারও ভালো ভালো গাড়ির কোম্পানি প্রবেশ করতে শুরু করেছে। যা এ দেশে গত ৩৫ বছরে কখনো ঘটেনি। আমাদের এখন ‘ফক্সকোনে’র মতো বৃহৎ প্রতিষ্ঠান আছে।’

সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প আরও মনে করেন, ‘আমরা চাই এমন কিছু লোক এ দেশটিতে আসুক যারা আমাদের প্রকৃত অর্থে সাহায্য করতে সক্ষম। আর এটি আমাদের দেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’

এদিকে অভিবাসন নীতির কঠোর বিরোধিতা করে যুক্তরাষ্ট্রে এ প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ‘যদিও এটা একটি খারাপ পলিসি। সামনে আমাদের জন্য আরও খারাপ কিছুই ঘটতে যাচ্ছে। তবে বর্তমানে অনেক লোক আমার কথার সঙ্গে একমত। আর তাই আমি বলি এটি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এ কারণে আমি চাই না যে এ দেশে কোনো অপরাধী প্রবেশ করতে পারুক।’

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে গত দুই বছরে দেশটির সীমান্ত নিরাপত্তা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং আইসিই অবিশ্বাস্যভাবে তাদের কাজ পরিচালনা করছে।

সূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড