• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজায় কাতারের ১৫০ মিলিয়ন ডলার অনুদান

  অধিকার ডেস্ক    ১১ অক্টোবর ২০১৮, ২০:৪৪

গাজায় কাতারের অনুদান
কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। ছবি : মিডল ইস্ট মনিটর

কাতার মানবিক সহায়তার অংশ হিসেবে গাজার জন্য ১৫০ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। বুধবার (১০ অক্টোবর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘এএফপি’ জানিয়েছে। অবরোধ-বিধ্বস্ত গাজার জন্য আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি’র নির্দেশনায় মানবিক সহায়তা হিসেবে এ অনুদান দেয়া হচ্ছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, উন্নয়ন তহবিলের মাধ্যমে অর্থের অঙ্গীকার করা হয়েছে। বিদেশে সহায়তা প্রদানকারী তহবিল ‘কাতার ডেভেলপমেন্ট ফান্ড’-এর মাধ্যমে এই অর্থ দেয়া হবে। জাতিসংঘ উন্নয়ন সংস্থা এ অর্থায়নের সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।

ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ১১ বছরের অবরোধে গাজায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানকার প্রায় ২০ লাখ অধিবাসী মারাত্মকভাবে পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ ও জ্বালানি সঙ্কটের মুখে পড়েছে। বিশেষ করে, বিদ্যুৎ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বিগত কয়েক মাসে দিনে মাত্র ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড