• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিকদের আইডি ব্লক করছে ফেসবুক!

  আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০১৮, ১২:১৭
সাংবাদিকদের ফেসবুক আইডি ব্লক
ছবি : প্রতীকী

খ্যাতনামা বেশ কয়েকজন সাংবাদিকের ফেসবুক আইডিকে ব্লক করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মূলত সরকার বিরোধী লেখালেখি এবং নিজেদের মত প্রকাশের জন্য এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যায়। এমনটাই ঘটছে বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়া।

এক বিশেষ প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, টানা বেশ কয়েকদিন যাবত এই তৎপরতা চালাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। মূলত মোদী সরকারের বিরুদ্ধে কথা বলা ‘জনতা কা রিপোর্টার’, ‘ক্যারাভান ডেইলি’, ‘বোলতা হিন্দুস্তান’ পত্রিকার বেশ কয়েকজন বড় মাপের সাংবাদিকের ফেসবুক আইডি ব্লক করে দিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে 'জনতা কা রিপোর্টারে এর সংবাদকর্মী রিফাত জাওয়াদ বলছেন, ‘আমাদের ফেসবুক পেজ ব্লক করে দেওয়া হয়েছে। মূলত রাফায়েল দুর্নীতি নিয়ে সংবাদর প্রকাশের পরই আমাদের প্রোফাইল ব্লক করে দেওয়া হয়।’

এ প্রসঙ্গে ফেসবুক ইন্ডিয়ার জনসংযোগ পরিচালকের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া। তবে এ বিষয়ে তিনি তখন কোনো ধরণের মন্তব্য করেতে রাজি হননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড