• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জার্মান সেনা হতে যাচ্ছে বিদেশিরা

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০১৮, ১০:০৪
জার্মান সেনা হতে যাচ্ছে বিদেশিরা
ছবিসূত্র : ওয়েবসাইট

বিদেশি নাগরিকদের জার্মান সেনাবাহিনীতে চাকরির সুযোগ দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার। এর মাধ্যমে বিদেশিরা দেশটির নাগরিকত্ব গ্রহণ করতে পারবে। খবর প্রেস টিভি।

প্রেস টিভি বলছে, জার্মান সেনাবাহিনীতে নতুন লোকজনের যে ঘাটতি রয়েছে মূলত তা পূরণ করতেই দেশটির সরকার এ চিন্তা-ভাবনা করছে। এর পেছনে যুক্তি দেখানো হচ্ছে যে, কোনও বিদেশি নারী বা পুরুষ যদি জীবনের ঝুঁকি অনুভব করে তাহলে তারা জার্মান নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে দেশটির সেনাবাহিনীতে অংশ নিতে পারবে।

জার্মানির প্রতিরক্ষা নীতি বিষয়ক এক কর্মকর্তা বলছেন, ‘ইউরোপীয় ফ্রি মুভমেন্টের মধ্যে থেকেই আধুনিক মডেল ব্যবহার করা যেতে পারে।’

তবে সমালোচকদের মতে, ‘দেশটির সরকারের নেওয়া এমন পদক্ষেপের ফলে জার্মান নাগরিকত্বের প্রতি অনুগত থাকার ধারণা ক্ষতিগ্রস্ত হবে।’

দেশটির সোশ্যাল ডেমোক্র্যাটিক দলের প্রতিরক্ষা নীতি বিষয়ক মুখপাত্র বলেন, ‘যদি বিদেশী নাগরিকদের সেনাবাহিনীতে ভর্তির সুযোগ দেওয়া হয় তাহলে জার্মান বাহিনী ভাড়াটে সেনাতে পরিণত হবে।’

সূত্র : রেড়িও তেহরান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড