• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিপাসায় রাতের ঘুম ভেঙে যাচ্ছে?

  অধিকার ডেস্ক    ১৪ অক্টোবর ২০১৮, ১২:৫১

পিপাসা
পিপাসায় ভেঙে যেতে পারে রাতের ঘুম (ছবি: প্রতীকী)

রাতে ঘুমুতে গেলে পিপাসায় ঘুমাতে পারছেন না। আবার ঘুমিয়ে গেলেও ঘুম ভেঙে যাচ্ছে পিপাসায়। পিপাসায় মনে হয় যেন সারাদিনে দীর্ঘ সময় পানি পান করা হয়নি। যদি রাতে ঘুমানোর সময় এমন সমস্যা অনুভব করেন তাহলে ধরে নিন আপনি কোনো বড় সমস্যায় ভুগছেন।

ঠিক কী কারণে রাতে ঘুমের মাঝে পিপাসা পায় সে কারণগুলো জেনে নিতে পারেন-

১। হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিরা নাক দিয়ে শ্বাস নিতে কষ্টবোধ করেন। আর সে কারণে তারা মুখ দিয়ে নিঃশ্বাস নেন। মুখের লালাগ্রন্থি থেকে লালা নিঃসরণ কমে গিয়ে পানির পিপাসা বাড়ে।

২। সুগার বেড়ে গেলেও গলা শুকিয়ে যেতে পারে।

৩। দীর্ঘদিন অবসাদে ভুগলেও এ ধরনের সমস্যা দেখা যায়।

৪। যে সকল ব্যক্তিদের নার্ভের সমস্যা আছে তাদের এ সমস্যা দেখা যায়।

৫। স্ট্রোকের সমস্যা হলেও এই সমস্যা দেখা যায়।

৬। এমনকি হাই-প্রেসারের রোগীদের রাতে ঘাম হয় এবং গলা শুকিয়ে যায়।

রাতে এ সমস্যা থেকে রেহাই পেতে কিছু অভ্যাস বদলাতে হবে। যেমন-

১। প্রচুর পরিমান পানি পান করতে হবে।

২। ধূমপান বন্ধ করুন

৩। চা বা কফি পরিমিত পান করুন

৪। যদি সর্দির কারণে নাক বন্ধ থাকে তাহলে ভ্যাপর নিন

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড