• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

  সুনামগঞ্জ প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৮, ১৫:৫৮
ম্যাপ
ছবি : দৈনিক অধিকার

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনন্ত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, জাহানপুর গ্রামের আব্দুল আওয়াল ও তার দুই ছেলেকে নিয়ে শ্রীনাথপুর গ্রামের পূর্বে সাংহাইর হাওরের মারারখলা এলাকায় জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় শ্রীনাথপুর গ্রামের ইদ্রিছ আলী গংরা প্রথমে তাদের মাছ ধরতে বাধা দেন। একপর্যায়ে তাদেরকে মারধর করে আহত করেন।

ঘটনার জানাজানি হয়ে গেলে শ্রীনাথপুর ও পুরান জাহানপুর এই দুইগ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়া সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড