ক্রীড়া ডেস্ক
এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। তবে আজকের লড়াইটা ছিল গ্রুপ সেরা হওয়ার।
বৃহস্পতিবার (১২ মে) সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে জিতে সে লড়াইয়ে জিতে গেছে বাংলাদেশ। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় রাসেল মাহমুদ জিমিরা।
প্রথম কোয়ার্টার ফাইনাল ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে গোল করেন মো. রাকিবুল। ১-০ গোলের লিড নিয়ে মধ্য বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে কোন গোল হয়নি। শেষ কোয়ার্টারে সিঙ্গাপুর সমতায় ফেরার এবং বাংলাদেশ ব্যবধান দ্বিগুণের চেষ্টা করেছে। উভয় দলই ব্যর্থ হয়েছে গোল করতে।
আগামী ১৪ মে বাংলাদেশ গ্রুপ বি চ্যাম্পিয়ন হিসেবে এ গ্রুপের রানার্সআপকে মোকাবেলা করবে। এ গ্রুপের চ্যাম্পিয়ন ওমান। রানারআপ নির্ধারণ হবে কিছুক্ষণ পর। হংকং ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল বাংলাদেশের মুখোমুখি হবে।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড