• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আপাতত মাহমুদুল্লাহর চোখ সুপার টুয়েলভে

  ক্রীড়া ডেস্ক

১৫ অক্টোবর ২০২১, ১৭:১৫
মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ। (ছবি: সংগৃহীত)

টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল অভিযানে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পিঠের চোটে এই দুই ম্যাচে একাদশেই ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চোট থেকে সেরে উঠছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আইসিসির এক অনলাইন সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান মাহমুদুল্লাহ।

বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম রাউন্ডের বাধা টপকে মূল পর্বে, অর্থাৎ সুপার টুয়েলভে যেতে হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। সুপার টুয়েলভে যেতে দারুণ আশাবাদী মাহমুদউল্লাহ।

আইসিসির প্রশ্নোত্তর পর্বে এবারের বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে আমরা যতটা সম্ভব নিজেদের সেরাটা দিতে চাই। সুপার টুয়েলভে ওঠাই প্রাথমিক লক্ষ্য। সুপার টুয়েলভে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখানে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’

জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টানা তিনটা সিরিজ জয়েই মাঠে ছিলেন মাহমুদউল্লাহ। সবগুলো ম্যাচেই খেলেছেন। তবে বিশ্বকাপের মিশনে গিয়ে এখনো মাঠেই নামতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। পিঠের চোট ভোগাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। তবে ঠিক সময়ে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

আইসিসির অনলাইন সংবাদ সম্মেলনে চোট নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘চোট থেকে ভালোভাবে সেরে উঠছি। প্রস্তুতি ম্যাচগুলো খেলা হয়নি। আশা করছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’

আরও পড়ুন : রোনালদোর চোখে ব্যালন ডি’অরের দাবিদার বেনজামা

এবারের বিশ্বকাপে বাংলাদেশ পাচ্ছে না তামিম ইকবালকে। অভিষেকের পর এই প্রথম কোনো বিশ্ব আসরে দলের সঙ্গে নেই অভিজ্ঞ এই ওপেনার। তবে তামিমের না থাকা তরুণদের সামনে সুযোগ হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ। বলেছেন, ‘তামিম লম্বা সময় ধরেই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তামিমের না থাকাটা নাঈমের মতো তরুণদের জন্য বড় সুযোগ। এ ছাড়া লিটন দাস আছে। সৌম্য সরকারও আছে। আমার মনে হয়, এটা তরুণদের নিজেদের প্রমাণের মঞ্চ। তাদেরও দলের প্রয়োজনে এগিয়ে আসতে হবে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড