• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দশ জন নিয়েও দুর্বার জার্মানি, শীর্ষে ডাচরা

  ক্রীড়া ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ১১:৩৬
জার্মানি ও নেদারল্যান্ডস
ইউরো বাছাইয়ে জয় পেয়েছে জার্মানি ও ডাচরা (ছবি : সংগৃহীত)

ইউরো বাছাইয়ে ‘সি’ গ্রুপের খেলায় এস্তোনিয়াকে বিধ্বস্ত করেছে জার্মানি। শুরুতে লালকার্ড পেয়ে দশজনের দলে পরিণত হয় জার্মানরা। এরপরও স্বাগতিক এস্তোনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জোয়াখিম লোর শিষ্যরা। জোড়া গোল করেন গুন্ডোগান ।

ম্যাচের ১৪ মিনিটে এমরি ক্যান বাজে ট্যাকেল করে লালকার্ড পান। এতে জোয়াখিম লোর কপালে চিন্তার ভাঁজ পড়ে। প্রথমার্ধ পর্যন্ত কোনো গোলই আদায় করতে পারেনি জার্মানি। তবে বিরতির পরই জার্মানদের চিরাচরিত আক্রমণাত্মক ফুটবলে পরাস্ত এস্তোনিয়া। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে এস্তোনিয়ার জালে বল জড়ায় জার্মান শিবির। হার্ভার্টজের অ্যাসিস্টে গোল করেন গুন্ডোগান। ঠিক ছয় মিনিট পর পুনরায় এস্তোনিয়ার জালে বল পাঠান এ ম্যানসিটি তারকা। ৭১ মিনিটেও জার্মানির গোলে ছিল গুন্ডোগানের অবদান। তার লং শট থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন টিমো ওয়ের্নার।

আরেক ম্যাচে, বেলারুশকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রথমার্ধেই জর্জিনিয়ো উইনালডামের জোড়া গোলে এগিয়ে থাকে ডাচশিবির। বিরতির পর স্তানিস্লাভ দ্রাগান গোল করলে ব্যবধান কমে বেলারুশের।

ছয় ম্যাচ শেষে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে জার্মানদেরও সংগ্রহ ১৫ পয়েন্ট, গোল ব্যবধানও বেশি তাদের। তবে মুখোমুখি লড়াইয়ে বেশি গোলের হিসাবে শীর্ষে ডাচরা। মজার তথ্য হলো, দুই দলই মুখোমুখি লড়াইয়ে নিজেদের মাঠে হেরেছে। ডাচরা নিজেদের মাঠে ৩-২ গোলে জার্মানির কাছে হারে। ফিরতি লেগে জার্মানির মাটিতে ৪-২ গোলে জেতে নেদারল্যান্ডস।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড